৯৫তম অস্কারের আসরে সেরা মৌলিক গানের পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। কিন্তু এই ঐতিহাসিক জয়𝐆ের দিনেও বিতর্ক যেন পি✨ছু ছাড়ল না! ভারতীয় সময়ানুসারে সোমবার কাকভোরে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কারের আসর। এদিন শুরু থেকেই গোটা দেশের নজর ছিল রাজামৌলি, রামচরণ, জুনিয়র এনটিআরদের দিকে।
রিহানা-লেডি গাগাদের মতো তাবড় পপ তারকাদের পিছনে ফেলে সেরা মৌলিক গানের পুরস্কার জিতলেন এমএম কিরাভানি এবং চন্দ্রবোস। বিজয়ী হিসাবে তাঁদের ♐নাম ঘোষণার෴ পর হাততালিতে ফেটে পড়ল ডলবি থিয়েটার, কিন্তু সেই মুহূর্তেই ছন্দপতন। সেই জয়ের মুহূর্তের একাধিক ভিডিয়ো সোশ্যালে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একদম শেষের সারিতে ঠাঁই হয়েছে টিম আরআরআরের। সেই ভিডিয়ো দেখেই চটে লাল ভারতীয়রা।
দর্শকাসনের একদম শেষ সারিতে বসেই কিরাভানি এবং চন্দ্রবোসের জন্য আনন্দে নেচে উঠতে দেখা 🥃গেল এসএস রাজামৌলি, তাঁর স্ত্রী এবং আরও দু'জনকে। ডলবি থিয়েটারের এক্সিট দরজার সামনেই ছিলেন রাজামৌলী। যদিও তাঁর পাশে দেখা মেলেনি রামচরণ, জুনিয়র এনটিআরদের।
আরআরআরের জয় নিয়ে খুশি হলেও এমন খারাপ আসনে রাজামৌলিকে বসতে দেওয়াটা ‘অপ🦩মানজনক’ দাবি ভক্তদের। একজন লেখএন, ‘এত পিছনে কেন বসে আছেন রা🐻জামৌলির, চূড়ান্ত অপমান’। অপর একজন লেখেন, ‘ওঁনারা জিতবে জেনেও কীভাবে আয়োজকরা ওইরকম স্থানে বসতে দিয়েছেন, এগুলো অপমানজনক’।
প্রসঙ্গত রাজামৌলি পুরস্কারের দৌড়ে ছিলেন না। তাঁর ছবির মিউজিক ডিরেক্টর কিরাভানি এবং চন্দ্রবোস মনোনীত ছিলেন, মঞ্চে চটজলদি যাতে ওঠা যায় সেইজন্য তাঁদের বসার ব্যবস্থা সামনের দিকেই করা হয়েছিল। পুরস্কার হাতে নিয়ে কিরাভানি বলেন, ‘আমি দ্য কারꦗপেনটার্স-এর গান শুনে বড় হয়েছি, আর এখন আমার হাতে অস্কার’। দেশবাসীকে এই জয় উৎসর্গ করেন সঙ্গীত পরিচালক। অন্ধ্রপ্রদেশের এই ভূমিপুত্র বলিউডের গানপ্রেমীদের কাছেও কতটাই জনপ্রিয় এমএম করিম নামে। এর আগে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির ‘জয় হো’ গানের জন্য অস্কার জিতেছিলেন এআর রহমান, তবে সেই ছবি ছিল ব্রিটিশ প্রয়োজনা সংস্থার। এই প্রথম কোনও ভারতীয় প্রযোজনা সংস্থার ছবি অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতল।
‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শুরু থেকেই অস্কারের দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। কিরাভানিদের অস্কার জয়ের পর দর্শকাসনে উপস্থিত দীপিকা পাড়ুকোনের চোখে ছিল জল। ‘নাটু নাটু’র অস্কার জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ, টিম ‘আরআরআর’কে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পুরস্কার হাতে আসার আগে এদিন অস্কারের মঞ্চেꦯ ‘নাটু নাটু’ গানটি পারফর্ম করেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।