সপ্তাহান্তে মুম্বইয়ের জুহু সৈকতে ঘুরতে ব𓆏েরিয়ে বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন মুম্বইবাসীরা। হালকা গোলাপি শার্ট আর সাদা রঙা টি-শার্ট পরে জুহুর সমুদ্র সৈকত গপগপ করে ফুচকা মুখে পুড়ছেন আমির খান। ডায়েট সচেতন এই বলি অভিনেতার এই কীর্তি দেখে আপনি অবাক হতে বাধ্য। ফুচকার স্থানীয় নাম 'পানি পুরি', ভিডিয়োয় দেখা গেল মন ভরে টক জল আর আলুর পুর দিয়ে ফুচকা খাচ্ছেন আমির খান। মিস্টার পারফেকশানিস্টকে ঘিরে ধরেছে ভক্তরা। মোবাইল ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি উপেক্ষা করেই ফুচকার🎀 প্লেটে মন আমিরের।
লাল সিং চড্ডা হয়ে খুব শীঘ্রই রুপোলি পর্দায় হাজির হবেন আমির খান। তাঁর আগে এমনই অ💦চেনা অবতারে পাওয়া গেল অভিনেতাকে। পাপারাতজি ভাইরাল ভায়ানির ই🐭নস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল।
ভিডিয়োর শু🦩রুতেই হাসিমুখে ফুচকা মুখে পুরতে দেখা গেল আমিরকে। 'লাল সিং চড্ডা'-র ঝলক মুক্তির আগে আমিরের ফুচকা খাওয়ার এই ভিডিয়ো হু হু করে ভাইরাল। আমির ইশারা কী যেন বলছেন ফুচকা বিক্রেতাকে, সমুদ্রের গর্জন আর জনতার শোরগোলের মধ্যে তা শোনা না গেলেও অভিনেতার শরীরী ভাষায় স্পষ্ট এই ফুচকা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছেন আমির।
এদিন আমিরের সঙ্গে জুহুর সমুদ্র সৈকতে হাজির ছিলেন 'লাল সিং চড্ডা' পরিচালক অদ্বৈত চন্দনও। আজ আইপিএল ফাইনাল চলাকালীন মুক্তি পাবে এই বহুপ্রতীক্ষিত ছবির ট্রেলার। হলিউডের জনপ্রিয় ছবি, ফরেস্ট গাম্ജপের (১৯৯৪) অফিসিয়্যাল রিমেক 'লাল সিং চড্ডা'। এক⛦ শিখ ব্যক্তির দেশের নানান স্থানে যাত্রার গল্প ফুটে উঠবে এই ছবিতে। রঙ দে বসন্তির শ্যুটিং চলাকালীন অতুল (কুলকার্নি) জানতে পেরেছিলেন আমিরের অন্যতম প্রিয় ছবি ফরেস্ট গাম্প। তারপরই ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হাঙ্কসের এই কালজয়ী ছবিকে ভারতীয় প্রেক্ষাপটে লেখা শুরু করেন অতুল। চার বছর পর ২০১০ সালে ছবির চিত্রনাট্য শুনেছিলেন আমির।ছবির সত্ত্ব কিনতে পেরিয়ে যায় প্রায় এক দশক। ২০১৯ সালের জন্মদিনে আমির খান এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরেছিলেন।অবশেষে ২০২২ সালের ১১ অগস্ট রুপোলি পর্দায় মুক্তি পাবে 'লাল সিং চড্ডা'। এই ছবিতে ফের একবার করিনা কাপুর খানের সঙ্গে রোম্যান্স করবেন আমির। ছবিতে থাকছেন নাগা চৈতন্য, মোনা সিংরাও।