গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ২০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার বিকেলে দিল্লির হাউস অ্যাভিনিউ কোর্ট-এর বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। সব ঠিক থাকলে সম্ভবত সো💯মবার তিনি মুক্ত পাবেন। এদিকে অনুব্রত জামিন পেতেই ফেসবুকের পাতায় বিশেষ পোস্ট করেছেন অভিনেতা জিতু কমল।
ঠিক কী লিখেছেন জিতু কমল?
বীরভূমের তৃণমূল সভাপতির দন্ত বিকশিত হাসিমুখের ছবি দিয়ে জিতু কমল লেখেন, ‘পুজো আসছে, ঢাকিও আসছে। চড়াম চড়াম।’ জিতুর এই পোস্টটির নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে যায়। এক নেটিজেন লেখেন, ‘এই পোড়া দেশে আর কি হবে, পাপীরা সম্মান পাবে, আর যাঁরা মাথা উঁচু করে চলবে তাঁদের অত্যাচার হবে।’ কেউ কটাক্ষের সুরে প্রশ্ন তুলে লেখেন, ‘বেচারা শাহাজাহান আর কী দোষ করল?’ কারোর কটাক্ষ, ‘সেটিং আছে বাইরে, হরু চোরের মাথা বাইরে।’ কটাক্ষের সুরে কারোর মন্তব্য, ‘ভালো খবℱর, এটাই তো হওয়ার ছিল বাকি।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে জিতু কমলের মন্তব্য ঘিরে।
প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগস্ট গ🅠রু পাচার মামলায় গ্রেফত🌠ার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। গ্রেফতার করেছিল সিবিআই। আবার এই একই মামলায় ১৬ নভেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি। সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর এবার সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আবার এই একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রতকন্যা সুকন্যাকেও। তিনিও এতদিন তিহাড় জেলে বন্দি ছিলেন। চলতি মাসের ১০ তারিখ দিল্লি হাইকোর্টে জামিন মঞ্জুর হয়েছে সুকন্যারও।
এদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এসেছে তার কোনও প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন𒀰্তকারী সংস্থা। তবে এই মুহূর্তে অনুব্রতর জামিন পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে তৃণমূল। বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আবীর খেলা। উচ্ছ্বাস প্রকাশ করছে তৃণমূল। সিউড়িতে শুরু হয়ে মিষ্টিমুখ। এবার অনুব্রত বীরভূমে ফিরলে ঠিক কী ধরনের অভ্যর্থনা দেওয়া হয় তাকে সেটাও দেখার।