সত্যজিৎ-বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমার খ্যাতনামা অভিনেতা তিনি। আগে দু-বার কোভিডে আক্রান্ত হয়েছেন, একবার ফের গুরুতর অসুস্থ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। এই মুহূর্তে দমদম ক্যান্টনমেন্টের এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি, রয়েছেন ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, রক্তে বিষক্রিয়𝔉ার পরিমাণ বেড়েছে, সঠিকভাবে কাজ করছে না ফুসফুস। ﷽সেখানে সংক্রমণ তো রয়েইছে পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত প্রবীণ অভিনেতা।
পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’র শ্যুটিং করছিলেন অভিনেতা। যে ছবিতে নাম ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মাত্র দু-দিন শ্যুটিং করার পরই অসুস্থ হয়ে পড়েন প্রদীপবাবু। প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল নাগের বাজারের এক বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হꦕাসপাতালের বেসরকারি বিভাগে ভর্তি রয়েছেন তিনি।&nbꦇsp;
পরিব🌞ারের তরফে প্রদীপ মুখোপাধ্🐠যায়ের স্ত্রী এক সংবাদমাধ্যমকে জানান,'ওর পরিস্থিতি একেবারেই ভালো নয়। শনিবার তা-ও সাড়া দিচ্ছিলেন। এখন দিচ্ছেন না। ওঁর ফুসফুসের সমস্যা অনেক দিনের। কার্বন জমে যায়।'
সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ 🌞ছবিতে প্রদীপ মুখোপাধ্য🌠ায়ের আজও গেঁথে আছে দর্শক মনে। সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’ এবং পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন থেকে শুরু করে টলিউডের একদম হালফিলের পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি।
‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। সুজয় 🉐ঘোষের ‘কাহানি ২’তেও দেখা গিয়েছে তাঁকে।
পরপর দু-বার করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন শষ্যশায়ী ছিলেন তিনি। চলতি বছরের গোড়াতেই দ্বিতীয়বার অতিমারীর কবলে পড়েন। দীর্ঘদিন পর কাজে ফিরে ফের অসুস্থ ৭৬ বছরꦕ বয়সী প্রদীপ মুখোপাধ্যায়।