১ জুন, শেষ দফাꦅর নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই দফার নির্বাচনে শহর কলকাতাতেও চলছে ভোটগ্রহণ। শনিবার নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে প্রস্তুত টলি তারকারাও। এদিন নিজ ভোটকেন্দ্র বাঙ্গুর পাবলিক স্কুলে বাবা রঞ্জিৎ মল্লিকের হাত ধরে ভোট দিতে পৌঁছে যান টলি কুইন কোয়েল মল্লিক।
শনিবার ঠিক দুপুর ১২টা নাগাদ বাঙ্গুর পাবলিক স্কুলে ভোট দিতে পৌঁছেছিলেন কোয়েল। তাঁর পরনে ছিল সি-গ্রিন রঙের সুতির সালোয়ার কামিজ, কাঁধে ব্যাগ। অভিনেত্রীর মাথার চুল ছিল টপনট করে বাঁধা। তাঁর বাবা, অভিনেতা রঞ্জিৎ মল্লিককে এদিন দে🎃খা যায় হলুদ রঙের চেক শার্টে। টলি অনলাইনের ক্যামেরায় উঠে এসেছে রঞ্জিৎ মল্লিক ও কোয়েলের ভোট দেওয়ার ভিডিয়ো। ভোট দিয়ে বেরিয়ে হাতে লাগানো ভোটের কালিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরেন কোয়েল।
অন্যদিকে এদিন বালিগঞ্জের আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুল🌜ে ভোট দিতে পৌঁছেছিলেন প্রাক্তন সাংসদ নুসরত জাহান। প্রসঙ্গত বালিগঞ্জের ৩৩/১ ব্রড স্ট্রিট, ইডেন ইম্পেরিয়ালের পাশেই বাড়ি নুসরতের। এদিন বাবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নুসরতকে।
ভোট দিয়ে বের হয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ভোটের কালি লাগানো আঙুলেও ছবিও তুলে ধরেন নুসরত। ভোট দিতে যাওয়ার পর আকাশি রঙের প্রিন্টের সুতির সালোয়ার কামিজে দেখা যায় প্রাক্তন সাংসদ তথা অভি💟নেত্রীকে।
মূলত সল্🐻টলেকের বাসিন্দা, অভিনেত্রী দর্শনা বণিককেও নিজ বুথে দিয়ে ভোট দিতে দেখা যায়। সেসময় তাঁর পরনে ছিল সাদা সালোয়ার কামিজ, হলুদ ওড়না। ভোট দিয়ে বের হয়ে দর্শনা বলেন, ‘আজ তো শেষ দফায় ভোট, আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়।’ তারপর আঙুলে লাগানো ভোSটের ক༒ালি দেখিয়ে দর্শনা বলেন, ‘ডিউটি কমপ্লিট’।
এদিন মা লীলা চক্রবর্তী, দিদি বনানী পাণ্ডে, ভাগ্নী সৃষ্টি পান্ডে এবং স্ত্রী শুভশ্রী গঙ্গোপা🐽ধ্যায়কে নিয়ে ভোট দিতে যেতে দেখা যায় তৃণমূল বিধায়ক, পরিচালক রাজ চক্রবর্তীকে। ভোট দিতে গিয়েছিলেন অ𓃲ভিনেত্রী তথা প্রার্থী সায়নী ঘোষ, ঋতাভরী চক্রবর্তী, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়. সুদীপা চট্টোপাধ্যায় সহ আরও অনেক তারকা।