২৫ মার্চ দোল, বছরের এই দিনটার জন্যই যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন অভিনেতা শুভাশিস মুখোপাধও্যায়। দোলের দিন তিনি কোনওভাবেই কলকাতায় থাকেন না। এবারও শহরে নেই তিনি। শহর থেকে দূরে এই মুহূর্তে কবিগুরুর দেশ বোলপুরে রয়েছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।
শান্তিকেতনে বসন্ত উৎসব কাটানোর অনুভূতিই আলাদা। আর সেখানে নিজের একটা বাড়িও রয়েছে তাঁর। আর তাই দোলেরඣ সময় গিয়ে কোনও সমস্যায় পড়তে হয় না অভিনেতাকে। আপাতত নাট্য ব্যক্তিত্ব স্ত্রী ঈশিতাকে নিয়ে তাই সেখানেই ꦡপৌঁছে গিয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়।
আরও পডুন- 'ডিমের কুসুꦕম, ব্যাটারির কালিও মেখেছি আর স্নানে গিয়ে… এবার ত💦ো দীপঙ্করের সঙ্গেই দোল…: অহনা
একসময় নাট্য় ব্যক্তিত্ব ঈশিতার সঙ্গে অভিনেতার আলাপ হয়েছিল নাটক করতে গিয়ে। বহু বছর বিয়ে হয়েছে তাঁদের। তবে তাতে প্রেম এখনও বিন্দুমাত্র কমেনি। বসন্ত উৎসবে শান্তিনিকেতন যাওয়া নিয়ে তাই টিভি9-এর কাছে মজা করে শুভাশিস বাবু বলেন, ‘আমি একা আসিনি, তিনি থাকতে একা আসব কেন! তাঁকে ছাড়া কি চলা যায়?’ অভিনেতার কথায় ধরা পড়ে তাঁর রসবোধ। শুভাশিসের এই 'তিনি' হ🌞লেন তাঁর স্ত্রী ঈশিতা। দোলের দিন আবার শুভশিস মুখোপাধ্যায়ের শাশুড়ি মায়ের জন্মদিন। তাই সেলিব্রেশনের আলাদাই আমেজ তৈরি হয়।