🍸 আরজি কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। তবে এই উত্তাল পরিস্থিতিতেও ১৯ অগস্ট, সোমবার দিনটি সমস্ত ভাই-বোনেদের জন্যই একটু অন্যরকম। আজ রাখি পূর্ণিমা। প্রথা অনুযায়ী এই দিনে ভাই-বোন একে অপরকে রাখি পরিয়ে আজীবন একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
🍸তবে এবার অনেকেই রাখী বন্ধন উৎসব বাতিল করেছেন। তাঁদের বক্তব্য, যে রাজ্য চিকিৎসক তরুণীকে নিজের কর্মস্থলেই ধর্ষিতা হতে হয়, সেখানে রাখি উৎসব কীসের? এবার সেই পথেই হাঁটলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বোনের সঙ্গে দুটি ছবি পোস্ট করে বিক্রম লিখেছেন, ‘না আমরা এই বছর রাখি উদযাপন করছি না। আমরা উদযাপন করছি না কারণ আমরা বর্তমান পরিস্থিতিতে কিছু উদযাপন করার মতো মানসিক অবস্থায় নেই। আমরা পুরুষ হিসেবে ব্যর্থ হয়েছি, মানুষ হিসেবে আমরা ব্যর্থ হয়েছি, সমাজ হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ধর্ষকদের ক্ষমা করা যায় না, আমরা সবাই বিচার চাই।’ এই পোস্টের সঙ্গে বিক্রম হ্যাজ ট্যাগে লিখেছেন, #JusticeForRGKar।
♎আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্রম অবশ্য আগেই সরব হয়েছেন। ১৪ অগস্ট মহিলাদের রাত দখলের পোস্টার শেয়ার করে বিক্রম লিখেছিলেন, ‘শুধু রাত বা দিন নয়, প্রতিটা অধিকারের দখল হোক।’ তবে শুধু আরজি কর নয়, ঝাড়গ্রাম গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যারও প্রতিবাদ করেছেন বিক্রম।
ღএদিকে কাজের ক্ষেত্রে বিক্রম চট্টোপাধ্যায়কে 'পারিয়া'র পর 'সূর্য' ছবিতে দেখা গিয়েছে।