আরজি কর খুন ও ধর্ষণের প্রতিবাদে, জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে। বুধবার সকালেই জানিয়েছেন, এখনই কর্মবিরতি তুলবেন না তাঁরা। সরকারের সঙ্গে আরও আলোচনার দাবি রাখেছেন। সাধারণ মানুষও এই সিদ্ধান্তে খুশি। কারণ, কোনও রাজনীতিবিদ বা সিনেমার নায়ক-নায়িকারা নয়, সমাজের কাছে এই তরুণ-তরুণীরাই হিরো। সকলেই ভরসা রাখছেন, সমাজ বদলের শুরুটা হবে এই ডাক্তারদের হাত ধরে🅷ই।
জুনিয়র ডাক্তারদের মুখ হিসেবে একটা নাম বাড় বাড় উঠে আসছে, তিনি হলেন কিঞ্জল নন্দ। তিনি অবশ্য ডাক্তারের পাশাপাশি অভিনেতাও। থিয়েটার জগতেরও পরিচিত মুখ। শেষ দেখা গিয়েছে জি ফাইভে মুক্তি পাওয়া কাঁ▨টায় কাঁটায়-তে। বুধবার নিজের ফেসবুক ডিপি-ও বদলালেন কিঞ্জল। যেখানে তিনি স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবির কোলাজ শেয়ার করেছেন।
নম্রতা ভট্টাচার্য-র সঙ্গে সেই ছবির ক্যাপশনে লিখলেন, ‘যে আমাকে সব কিছুতে আগলে রাখে/ পথের দাবিতে যে ♋সবার আগে থাকে/ সাহস, প্রেম,আন্দোলন,আবেগ… সত্যি’।
নম্রতাও নিজের ফে🎀সবুক ডিপি-তে এই ছবিটিই ব্যবহার করেছেন। প্রায় ২ বছরের বিবাহিত জীবন কিঞ্জল আর নম্রতার। তাঁদের একটি ৪ মাসের কন্যা সন্তানও রয়🌺েছে।
কিঞ্জলের ফেসবুকে তাঁর ও তাঁর সহধর্মিনীর ছবিতে ভালোবাসা উজার করে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘আহারে এই ছবি কতো মেয়েদের বুকে ব্যথা ধরিয়ে দিল। হা হা হা। আমি তো কয়েকদিন ধরে তোমার ছবি দিয়ে লেখাগুলো পড়ছি আর হাসছি । যাই হোক খুব ভালো থেকো, আনন্দে থেকো, আন্দোলন চালিয়ে যাও দুজনে মিলে। অনেক শুভকামনা।’ আরেকজন লেখেন, ‘জয় হোক। দীর্ঘཧ হোক সাহচর্য’। তৃতীয়জন লিখলেন, ‘তোমাদের জন্য নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছে মানব সমাজ।’
চতুর্থজন লিখেছেন, ‘আজকের দিনেও এরকম য🦹ুগল দেখা যায়। বর্তমান ও আগামীর কাছে ইনস্পিরেশন হয়ে থাকব💦ে তোমাদের প্রেম আর বিপ্লব। খুব ভালো থাকো ।’
বহুদিন ধরে পরিবার শুধু নয়, নিজের সদ্যোজাত সন্তানের থেকে দূরে কিঞ্জল। নিজের ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় নিয়েও কোনো পোস্ট করেননি, যা স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পায়। রোদ♛-ঝড়-জলের মাঝেও লড়াই চালিয়ে যাচ্ছেন, সমাজ বদলের আশায়। যদিও তিনি একা নন, তাঁর সহযোদ্ধা আরও হাজারখানেক জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষ। সবার চোখেই একটাই আগুন, তা হল বিচার চাই তিলোত্তমার জন্য। সঙ্গে স্বাস্থ্যজগতকে দুর্নীতিমুক্ত করা।