তাপসী পান্নুর পর এবার অদিতি রাও🐻 হায়দারি! গোপনে বিয়ে সারলেন আরও এক বলি নায়িকা। বি-টাউনে আপতত চুপিচুপি বিয়ে করাটাই যেন নয়া ট্রেন্ড। ২০২৪-এর প্রথম দিন প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অদিতি। আর তিন মাস যেতে না যেতেই সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হ্যাঁ, অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর্ব সারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন স্ত্রী।
দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত নাম সিদ্ধার্থ। হিন্দি সিনেꦜপ্রেমীরা তাঁকে মনে রেখেছে রং দে বসান্তির জন্য। গ্রেট অন্ধ্রার রিপোর্টানুসারে বুধবার তেলাঙ্গানার শ্রী রঙ্গনায়াকা স্বামী মন্দিরে বিয়ের পর্ব সেরেছেন এই প্রেমিক যুগল। এই গোপন বিয়ের অনুষ্ঠানে দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া কেউই হাজির ছিলেন না। এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর ঘোষণা করেননি দুজনে। খবর, তামিলনাড়ু থেকে এসেছে পুরোহিত, সিদ্ধার্থের তামিল শিকড়ের কথা মাথায় রেখে সেই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।
রং দে বসান্তির পর সেভাবে হিন্দি ছবিতে কাজ করেননি সিদ্ধার্থ। তবে তামিল এবং তেলুগু ভাষার ছবিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। অদিতির সঙ্গে সিদ্ধার্থের সম্পর্কের কথা প্রথম সামনে এসেছিল ২০২১ সালে। তেলুগু ছবি ‘মহা সমুন্দ্রম’-এর সেটে আলাপ হয় দু'জনের। সেখানেই ঘনিষ্ঠ হয়ে ওঠেন তাঁরা।
পরে প্রায়শই লাঞ্চ ডেটে কিংবা সোশ্যালে একসঙ্গে ধরা পড়েছেন তাঁরা। জন্মদিনে পরস্পরের উ🅷দ্দেশে লিখেছেন আদুরে পোস্ট। শেয়ার করেছেন নাচের রিল ভিডিয়ো। কিন্তু সম্পর্ক নিয়ে মুখে দুজনে খোলসা করেন এই বছর ১লা জানুয়ারি। সিদ্ধার্থের সঙ্গে ছুটি কাটানোর একটি মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘খুশি,আর্শীবাদধন্য, কৃতজ্ঞ….নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে’।
সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছেলেবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তিন বছর পরেই আলাদা হন দুজনে। ২০০৭ সালে ডিভোর্স চূড়ান্ত হয় সিদ্ধার্থের। অন্যদিকে মাত্র ২১ ಌবছরেই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। তবে চার বছর পর সেই বিয়ে ভাঙেন নায়িকা। ২০১৩ সালে আলাদা হন দুজনে। বিয়ে ভাঙলেও এখনও ভালো বন্ধু সত্যদীপ আর অদিতি। পুরোনো সম্পর্ককে ভুলে একসঙ্গে আগামির স্বপ্ন সাজাচ্ছেন সিদ্ধা🍃র্থ-অদিতি।
নতুন বছরে সিদ্ধার্থকে দে🥂খা যাবে কমল হাসানের ইন্ডিয়ান ২-কে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন শঙ্কর। অন্যদিকে অদিতির দেখা মিলবে সঞ্জয় লীলা বনশালির হিরামান্ডিতে।