প্রথমবারের জন্য একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন মা-মেয়ের জুটি বিদিপ্তা ও মেঘলা। সৌজন্যে ♛অঞ্জন দত্তের ছবি 'চালচ্চিত্র এখন'। যদিও একই ছবিতে দেখা গেলেও একসঙ্গে দেখা যাবে না বিদিপ্তা ও মেঘলাকে। তবে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মা বিদিপ্তার নানান কাণ্ড ফাঁস করেছেন মেয়ে মেঘলা।
'টলি ফোকাস কলকাতা'কে দেওয়া সাক্ষাৎকারে খানিকটা অভিমানের সুরেই মেঘলাকে বলতে শোনা গেল 'মা সারা জীবন আমার ভুল ক্লাস, ভুল সেকশন, ভুল রোল নম্বর, ভুল বয়স বলে এসেছে লোকজনকে। মা জানে ও পড়াশোনা করে ঠিক নি🔥জের মতো করে উতরে যাবে! মা কোনওদিনই আমাকে নিয়ে খুব একটা চাপ নেয় না।' মেয়ের এমন কথায় সহমত প্রকাশ করেন বিদিপ্তা চক্রবর্তীও।
মেঘলা বলেন, ‘এতই স্বাধীনতা দিয়েছে যে ছোটবেলায় স্কুলের সব অনুষ্ঠান, নাচ, গান যাই করি না, কোনওটাতেই মা আসেনি। সবসময় শ্যুটিংয়ে ব্যস্ত থাকত। ছোটবেলায় তাই আমার এই পꦦ্রফেশনটা নিয়ে আমার খুব রাগ ছিল। বলতাম, আমি আর যাই করি, অভিনয় কখনওই করব না। কারণ আমি জানতাম, আমার মা অভিনয় করে বলেই দিনের পর দিন আমার সঙ্গে দেখা হয় না। এদিকে স্কুলে দেখতাম বন্ধুদের মা-বাবা এসেছে। আমি শুধুই একা যাই, নিজের মতো নাচি-গাই, বাড়ি ফিরে আসি।’
আরও পড়ুন-কী ভীষণ গরম! তারই মাঝে ৮ মাসের ছেলে ধীরকে নিয়ে সৈকতে গৌ🎀রব-ঋদ্ধিমা
বিদীপ্তা আবার কথা প্রসঙ্গে বলেন, ‘আমাকে কখনও মেঘলা ওর পরীক্ষার সময় ওর সঙ্গে স্কুলে যেত দিন না। আমি বলতাম, প্রথমদিনটা যাই, তখন ওর বক্তব্য ছিল, যাবে তবে গাড়ি থেকে নামবে না।’ মায়ের কথায় মেঘলা ফের বলেন, ‘আমি ICSE পরীক্ষ💃া দিতে ঢুকছি, তখন লোকজন মাকে বলছে, আপনাকে কী ভালো লাগে, কী ভালো অভিনয়। এসব আমি পরীক্ষার সময় শুনতে পারতাম না, তাই বলেই দিতাম, এসো না।’
বিদীপ্তা𓂃 মেয়ে প্রসঙ্গে বলেন, ‘যা কপালে আছে, তা হবেই। তবে একটা কোনও গোল সেট করে সেই মতো তৈরি হও। সেটাই আমি ওঁর শরীর ও 𝄹মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা আমার কাজ। বাকিটা নিজের মতো করে বুঝে নাও। যেটুকু শিক্ষা, রুচি ঢুকিয়ে দেওয়ার আমি দিয়েছি। বাকিটা ওর মতো।’