পথে নেমেছেন, আন্দোলন করছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব আম জনতা থেকে শুরু করে শিল্পꦜীরা। তবে এই আন্দোলনের মধ্যেও কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের প্রতিনিয়ত আক্রমণ করে চলেছেন। নানান খুঁত ধরে অপ্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করছেন। এবার সেবিষয়েই মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কড়া ভাষায় ট্রোলাদের জবাব দিয়েছেন দেবলীনা।
পথে নেমে আন্দোলনের সময় আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা দত্ত বলেন, ‘এই প্রতিবাদে আমরা সমানে ট্রোলারদের একটা বড় ভূমিকা দেখতে পাচ্ছি। যাঁরা সমানে বলে চলেছেন, কীরকম হচ্ছে প্রতিবাদ! যেমন এই মুহূর্তে ট্রোলাররা বলতেই পারেন যে দেবলীনার মুখে মেকআপ কেন? কারণ, দেবলীনা শ্যুটিং থেকে সোজা এসেছে, তবে মেকআপ তুলে সময় নষ্ট করবে না ঠিক করেছে। এই যেমন একটু আগেই আমার মাথায় ছাতা ছিল, কারণ আমি চ❀াই কাল পরশু, তরশু এবং তার পরদিনও হাঁটতে প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে। আমি জ্বরে পড়ে যেতে চাই না।’
দেবলীনার কথায়, ‘আমি ট্রোলারদের বলছি, আপনারা হাতে আমাদের সঙ্গে হাতে হাত মেলান। আপনাদের লেখার যে পাওয়ার, ট্রোলিংয়ের যে পাওয়ার, সেটাকে প্রতিবাদের কাজে লাগান।’ ট্রোলারদের উদ্দেশ্যে দেবলীনা আরও বলেন, ‘কে কেমন পꦚ্রতিবাদ করল! প্রতিবাদ করে কি আদৌ কিছু🅰 হবে! হবে না! প্রতিবাদটা করুন। হবে কি হবে না সেটা ভাবন না, আমরা হইয়ে ছাড়ব। আমরা এর শেষ দেখে ছাড়ব।’
যদিও দেবলীনা দত্তের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে💮 আসার পরও ট্রোলিং বন্ধ হয়নি। অনেকেই আবার দেবলীনাকে তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেও ট্রোল করতে শুরু করে দেন।
এদিকে আরজি কর কাণ্ডের তদন্তে অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করাতে তৎপর কেন্দ্র♐ীয় তদন্তকারী সংস্থা CBI। এবিষয়ে শিয়ালদহ আদালতের থেকে অনুমতি মেলার পর একব𝔉ার ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট হয়েছে সন্দীপ ঘোষের। এরপর সোমবার ফের একবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। এই টেস্টে হ্যাঁ বা না বাচক বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হবে সন্দীপ ঘোষকে।
অন্যদিকে প্রকৃত দোষী, ঘটনার সঙꦦ্গে যুক্ত অপরাধীদের নাম জানার আগে পর্যন্ত এবং শাস্তি না হওয়া পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিবাদ চলবে বলে জানিয়ে দিয়েছেন এরাজ্যের মানুষ। সকলের একটাই কথা, এই ঘটনায় তাঁর শেষ দেখতে চান, কোনওভাবেই প্রতিবাদ থামাতে চান না কেউই।