২০১৯ সালে রিমঝিম মিত্র যোগ দিয়েছিলেন বিজেপিতে। ‘২১-এর বিধানসভা ভোটে শ্রাবন্তী-পার্নো-পায়েলদের স্টার-পাওয়ারের সামনে গেরুয়ার শিবিরে খানিক উপেক্ষিত হন ‘তোমাদের রাণী’ অভিনেত্রী। তবুও দলের সঙ্গ ছাড়েননি। কিন্তু গত অক্টোবরে আচমকাই ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে পৌঁছে যান রিমঝিম। ওইদিনই গ🎀েরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে যোগদান করেন অভিনেত্রী♔।
দল বদলাবদলির ভিড়ে অনেকে সে-কথা বেমালুম ভুলেই গিয়েছেন! তাঁদের কাছে রিমঝিম আজও বিজেপির ঘরের মেয়ে। তাই মমতা-অভিষেক ঝড়ে যখন কোণঠাসা রাজ্য বিজেপি, তখনই উল্লাসে মাতলেন রিমঝিম। ফেসবুকে সবুজ হৃদয়ের ছবি এঁকে বললেন, ‘জয় বাংলা’। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ‘কী লাভ হল এত ভয় দেখিয়ে, ব্ল্যাকমেইল করে? ভগবান আছেন’ কোন বিজেপি নেতার উদ্দেশ্যে রিমঝিমের এই প্রশ্নবাণ স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে তাঁর এই স্টেটাসে বিদ্রুপের ছয়লাপ। একজন লেখেন, ‘তুমি চটি চাটবে কোনওদিনও ভাবিনি।’ চুপ থাকেননি রিমঝিম। পালটা জবাবে লেখেন, ‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানলে তুমিও একই কথা বলতে আজ। এতদিন কিছু বলতে প𓆉ারিনি কাউকে কারণ আমার সঙ্গে আমার খুব কাছের কয়েকজন জড়িয়ে যে নির্দিষ্ট সমস্যাটার কথা বলছি তার সাথে। পুরো পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক, সব বলবো’।
অভিনেত্রী তুহিনা বসু সেন খানিক বিস্ময়ের সুরে জানতে চান, ‘মানে?’ জবাবে রিমঝিম বলেন, ‘মানে যা ভাবছ অনেকটা তাই।’ এমনও মন্তব্য ধেয়ে এসেছে,‘চটি চাটতে খুব মজা!’ আবার ক𝐆েউ লিখেছেন, ‘একটা 💛চোরের দল নিয়ে অভিনেত্রীর অহং! বাংলা এগিয়ে…’।
ব্যঙ্গ-বিদ্রুপ বাড়তেই পোস্টের কমেন্ট বক্সে রাশে টানেন রিমঝিম। অনেকেই তাঁকে সুবিধাবাদী বলে কটাক্ষ ক💃রেছেন। গেরুয়া শিবিরে সুবিধা না পেয়েই তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, এমনটাও বলতে ছাড়েন❀নি।
গত অক্টোবরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সামনে দাঁড়িয়ে মাইক হাতে রিমঝিমকে বলতে শꦇোনা গিয়েছিল, ‘বিবেকের ডাকে এই মঞ্চে এসেছি। সভাপতি মান্যতা ❀দেননি। বলতেন, এই অভিনেত্রী আমাদের দলে আছেন? বিজেপি কার নেতৃত্বে কাজ করবে? সুকান্ত, দিলীপ ও শুভেন্দুর নেতৃত্ব আগে ঠিক করুক। আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে বলা হত। তৃণমূল নেতৃত্ব অনুমতি দেয় তাহলে যোগ দিয়ে কাজ করতে চাই’।
প্রসঙ্গত, সব এক্সিট পোলে🥀র হিসাব উলটে বঙ্গে ২৯টি আসন পেয়েছে তৃণমূল। অন্যদিকে এক ধাক্কায় বিজেপির স♍িট কমে ১৯ থেকে নেমে দাঁড়িয়েছে ১২-তে। রাজ্য়ে একটি লোকসভা সিট দখলে গিয়েছে কংগ্রেসের। বাম এবারও শূন্য!