টেলি দুনিয়ার বহু পরিচিত নাম, রিমঝিম মিত্র। ২০০২ সালে কেরিয়ার শুরু করেছিলেন𒅌 রিমঝিম। এরপর 'একদিন প্রতিদিন', ℱ‘অগ্নিপরীক্ষা’, 'মন নিয়ে কাছাকাছি', 'বহ্নিশিখা', 'চেকমেট', 'বেহুলা', ‘ভূমিকন্যা’র মতো বহু ধারাবাহিকে অভিনয় করেছেন রিমঝিম মিত্র। তবে শুধু সিরিয়ালের পর্দাতেই নয়, বড়পর্দাতেও অভিন করেছেম রিমঝিম। ‘ক্রস কানেকশন’, ‘তিন ইয়ারি পাতা’, ‘তিন পাত্তি’ 'এবার শবর' সহ আরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন রিমঝিম। আবার 'ঝলক দিখলা জা'র মতো বাংলা নাচের রিয়ালিটি শোও জিতেছেন রিমঝিম। নাচ রিমঝিমের বিশেষ ভালোবাসা।
এই মুহূর্তে রিমঝিম মিত্রকে দেখা যাচ্ছে 'তোমাদের রাণী' সিরিয়ালে। সিরিয়ালের দুনিয়ায় রিমঝিমের চরিত্রটি অবশ্য খল চরিত্র। তবে সম্প্রতি রূপ বদলে খারাপ থেকে ভালো হয়ে গিয়েছেন দুর্জয়ের বউদি অর্থাৎ অভিনেত্রী রিমঝিম। এবিষয়ে সম্প্রতি TV9কে রিমঝিম বলেন, তাঁর চরিত্রটি এখন সত্যিই ভালো হয়ে গিয়েছে। মনে শয়তানি, মুখে ভালো এমন নয়। তাঁর কথায়, ‘চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে আমার চরিত্রটি নিজেকে 𒈔পাল্টানোর চেষ্টা করছে। নিজের ভুল স্বীকার করছে।’ ভালো ও খারাপ, নিজের কেরিয়ারে অজস্র চরিত্রে অভিনয় করেছেন রিমঝিম। তাঁর কথায়, ‘এই পৃথিবীতে সবথেকে দ্রুত মানুষের মনই বদলে যায়, তাই খারাপ মানুষ ভালো হতেই পারে।’
আরও পড়ুন-বয়স মাত্র ১৯, প্রয়াত আমির𝄹 খানের ‘দঙ্গল’ কন্যা 'ববি✤তা' সুহানি ভাটনাগর
এদিকে অভিনয় দীর্ঘ ২২ বছরের কেরিয়ারে রিমঝি🅷ম মিত্র যেন একই রকম রয়ে গিয়েছেন। 'স্লিম অ্যান্ড ট্রিম', তাঁকে দেখে বিন্দুমাত্🦋র মনে হয়না যে বয়স বেড়েছে। এবিষয়ে রিমঝিম মজা করে বলেন, ‘আমি ভ্যাম্পায়ার, রক্ত চোষা পিশাচ। ভ্যাম্পায়ারদের বয়স বাড়ে না, তাই আমারও বাড়ে নি।’
পরে সিরিয়াস হয়ে রিমঝিম বলেন, ‘লোকে হয়ত ভাববেন আমি ন্যাকামি করছি, তবে সত্য়িই আমার খাওয়ার কোনও ঠিক থাকে না।’ রিমঝিমের কথায়, তিনি অনেক সময় খেলে হয়ত অনেকটা খেয়ে নেন, আবার না খেলে অনেকসময় অনেকটা গ্যাপ দিয়ে খান। ফাস্ট ফুড, সফট ড্রিংক সবই নাকি তিনি খান। তবে অভিনেত্রীর কথায়, 🥂 তাঁর পেটের খিদে নাকি বেশ কম, আর সেকারণেই হয়ত তিনি এতটা সুন্দর চেহারা ধরে রাখতে পেরেছেন।