কলকাতায় নেই, তাতে কি! সিঙ্গাপুরের বাড়িতেই লক্ষ্মী আরাধনা করতে ভুললেন না ঋতুপর্ণা সেনগুপ্ত। দেশে না থাকলে কোꦯজাগরী আরাধনায় কোনও ত্রুটি রাখলেন না অভিনেত্রী। প্রথা মেনেই করেছেন সমস্ত আয়োজন। শুধু পুজো নয়, নিজের হাতে ভোগও রান্না করেছেন।
পুজোর ভোগের জন্য নিজের হাতেই লুচি ভেজেছেন, সুজি বানিয়েছেন, এছাড়া মিষ্টি, নাড়ু, এসবের আয়োজন তো ছিলই। সবকিছু আলাদা আলাদা প্লেটে করে সাজিয়ে, প্রদীপ, ধূপ জ্ব✃ালিয়ে পুজো করেছেন। পুজো উপলক্ষ্যে নিজে সেজেছিলেন এক্কেবারেই বাঙালি বধূর সাজেই। পরেছিলেন লালপাড় সাদা শাড়ি, হাতে সোনার বালা, কপালে বড় লাল টিপ। নিজেই পুজোর দিনের ছবি এবং ভোগ বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋতুপর্ণা। ক্যাপশানে লিখেছেন, ‘ক♐োজাগরী লক্ষ্মীপুজো’। আর 'এসো মা লক্ষ্মী, বসো ঘরে' ক্যাপশানে লক্ষ্মীপুজোর ভোগ বানানোর ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন-পাশে রোনাল্ডো ও বান্ধবী জর্জিনা র🐷ড্রিগেজের সঙ্গে বক্স🌌িং ম্যাচ দেখলেন সলমন, ভাইরাল হল ছবি
আরও পড়ুন-একটু সরে বসুন! ঋত্বিককে নিয়েই যত্ত কাণ্ডকারখানা, কলকাতা শহরে আসছে নতুন ভাই 🍌'গুড্ডু'