প্রযোজকের কাছ থেকে ছবি বিক🐷ৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন। যা নিয়ে পুলিশ এবং ইম্পা, দুই জায়গাতেই অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিক🎶া মুখোপাধ্যায়। গত ৬ এপ্রিল ইম্পার তরফে যা নিয়ে একটি বৈঠকও করা হয়। আপাতত এই ছবি বিতর্ক ও হুমকি ইমেল নিয়েই বারবার আলোচনায় উঠে আসছেন স্বস্তিকা। তবে বাইরে যাই ঘটুক আপাতত কলকাতার বাড়িতে হাসিখুশি দিন কাটছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। কারণটা হল বহুদিন পর তাঁর আদরের একমাত্র মেনে মানি (অন্বেষা) ছুটিতে বাড়ি এসেছে।
কিছুদিন আগেই বাসন্তি পুজোর ছবি দিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, বসন্তের ছুটিতে বাড়ি এসেছে মেয়ে, তাই মেয়ে ফিরে যাওয়ার আগে পর্যন্ত প্রতিটা দিন মা-মেয়ে মিলে জমিয়ে মজা করবেন, খাওয়াদাওয়া করবেন, একে অপরের সঙ্গে সময় কাটাবেন। হ্যাঁ, ঠিক যেমনটা বলেছিলেন, মেয়ের সঙ্গে দিনগুলি সেভাবেই রঙিনভাবে কাটাচ্ছেন স্বস্তিকা। সম্প্রতি কালীপুজোয় নিজেদের ফ্রেমবন্দি করতে দেখা গেল স্বস্তিকা ও তাঁর মেয়ে অন্বেষাকে। মা ও মেয়ের বেশিকছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। লিখেছেন, ‘কি অপূর্ব মায়ের মূর্তি খালি করজোড়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এবার থেকে শহরে থাকলে প্রতি বছর যাব।’ স্বস্তিকা আরও লিখেছেন, ‘আমি খুব খুশি যে মামাই (মেয়ে) এখানে আছে 🌺এবং 𝔍আমরা একসঙ্গে যেতে পারি এবং আশীর্বাদ চাইতে পারি।’
আরও ﷽পড়ুন-বয়স ৬, তবু নিজের সিদ্ধান্ত নিজেই নেন অল্লু অর্জুন কন্যা আরহা! ফাঁ𝄹স করলে সামান্থা
এখানেই শেষ নয়, স্বস্তিকা তাঁর ইচ্ছের কথা জানিয়ে লিখেছেন, ‘ছোটরা যেন কখনই বড় না হয়, বাবা-মাও কখনই যেন বৃদ্ধ না হন। আমাদের প্রিয়জনরা চিরকাল আমাদের সঙ্গে থাকেন।’ লিখেছেন, ‘আমরা মা ও মেয়ে জামাকাপড🐲় ভাগাভাগি করে, অদলবদল করে পরি, শাড়িতে লেগে থাকে মা-মেয়ের গন্ধ। অন্যদিন ও এই শাড়িটা পরেছিল, এবার আমি পরলাম, এখনও শিশুর গন্ধ লেগে আছে, কী সুন্দর।’ স্বস্তিকা ও তাঁর মেয়ে অন্বেষার সহজ সরল সমীকরণ ও ভালোবাসায় মুগ্ধ নেটপাড়া।
এর আগে বাসন্তি পুজোয় শাড়ি পরে সেজেগুজে ছবিꦜ দিয়ে স্বস্তিকা লিখেছিলেন, বাইরে বেশ গরম, তাই মেয়েকে শাড়ি পরাতে গিয়ে নাকি নাজেহাল হতে হয়েছে স্বস্তিকাকে। তবে অভিনেত্রীর কথায়, ‘পুজোতে শাড়ি পরা মাস্ট, তা যতই গরম লাগুক।’