'আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে', পুরীর সৈকতে সন্ধেবেলা বসে সকলে মিলে রবি ঠাকুরের এই গানটিই গাইছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অভিষেক রায়রা। ছিলেন আরও অনেকཧেই, মোট ১৪ জন। তﷺারই এক টুকরো মুহূর্ত উঠে এসেছে টুইটারের পাতায়।
পুরীর সৈকতে বসে সকলে মিলে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা নিজেই। লিখেছেন, জগন্নাথ দর্শনে তাঁরা মোট ১৪ জন মিলে পুরী গিয়েছিলেন। অদ্ভুতভাবে সেখানে গিয়েও রবি ঠাকুরের দর্শন পেয়েছেন তিনি। জানিয়েছেন, সেখানে গিয়ে সকলে মিলে তাঁর রবীন্দ্রানাথের অনেক গান গেয়েছেন। তাঁকে নিয়ে অনেক গল্প করেছেন, সকলেই অজানা অনুভূতি ভাগ করে নিয়েছেন একে অপরের সঙ্গে। এখানেই শে🌟ষ নয়। পরের লা👍ইনেই স্বস্তিকার এই ভিডিয়ো শেয়ার করার আসল কারণ জানা গেল। স্বস্তিকা লিখেছেন, ‘আজ স্বপ্ন দেখলাম, ওনার পায়ের কাছে চুপটি করে বসে আছি। প্রণাম করতে যাব, ঘুম ভেঙে গেল।’
আরও পড়ুন-'পদার্থবিদ্যা ও অঙ্কে ফেল করা ছাত্রী'! মাধ্যমিকেꦬ🌌 বাংলায় ঠিক কত পেয়েছিলেন স্বস্তিকা?
আরও পড়ুন-জগন্নাথ দর্শনে! পুরীর সৈকতে একফ্রেমে স্বস্তিকা-ইমন,💦 সঙ্গে আর কে?
স্বস্তিকা অবশ্য এর আগেও একাধিꦰকবার তাঁর জীবনে রবি ঠাকুরের প্রভাবের কথা লিখেছেন। কিছুদিন আগে ছোটবেলায় বাংলা পড়া নিয়েও রবি ঠাকুরের প্রসঙ্গ টেনেছিলেন স্বস্তিকা। জানিয়েছিলেন, তাঁর মা-ই তাঁকে রবি ঠাকুরকে আঁকড়ে ধরতে শিখিয়েছেন, লিখেছিলেন তাঁর জীবনে রবীন্দ্রনাথের প্রভাব বিস্তর। প্রসঙ্গত, স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুꦉ অভিনেত্রী নন, ভালো গানও গান। তাঁর গাওয়া রবীন্দ্রনাথের গান প্রকাশিতও হয়েছে।
এদিকে পুরীতে জগন্নাথ দর্শনের ছবি একসঙ্গে সকলের সঙ্গে আনন্দ করার বেশকিছু ছবি কয়েকদিন আগেই টুইটারের পাতায় শেয়ার করেছিলেন স্বস্তিকা। জানিয়েছি🥀লেন উল্টো রথে তাঁরা পুরী গিয়েছিলেন। এর আগে কখনও রথে তাঁর পুরী যাওয়া হয়নি। রথের দিন বুজ-কালো চেক শাড়িতে দেখা গিয়েছিলে স্বস্তিকাকে। 🌠শাড়ির সঙ্গে মিলিয়ে পড়েছিলেন সাদা ব্লাউজ। হাতে পরেছিলেন কাঁচের চুড়ি, চোখে চশমা, আর কপালে সবুজ টিপ, আর মাথায় ক্লিপ দিয়ে ফুল আটকে নিয়ে সুন্দর করে সেজেছিলেন।
রবিবার পুরী ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। সেই পোস্টেই স্বস্তিকা ও ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে লেন্সবন্দ হ🌺তে দেখা গিয়েছিল ইমনকে। তখনই জানা যায়, তাঁরা একসঙ্গেই সকলে মিলে পুরী গিয়েছিলেন।
এদিকে এবছরই পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন টলিপাড়ার আরও কিছু তারকা। তাঁদের মধ্যে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। একসঙ্গেই গিয়েছিল🀅েন তাঁরা।