রাজ্য জুড়ে এভারগ্রিন তৃণমূল, এবারও লোকসভা নির্বাচনে গ্রিন পশ্চিমবঙ্গের অর্ধেকেও বেশি আসন। সবুজ ঝড় কলকাতাতেও, বাদ পড়েনি যাদবপুর। এবার যাদবপুরে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন সায়নী ঘোষ। ಌভোটে জিতেই তিনি বিজেপির তথাগত রায়কে ধন্যবাদ জানালেন। তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সায়নী তথাগত রায়ের বাড়িতে পাঠাতে চাইলেন মিষ্টি!
অভিনেত্রী সায়নী ঘোষ রাজনীতির মঞ্চে পা রেখে ছিলেন ২০২১ সালে। তবে তৃণমূলে যোগ দেওয়ার অনেক আগে থেকেই নানা বিষয় নিয়ে তাঁকে সরব হতে দেখা গিয়েছে। পাশাপাশি জড়িয়েছেন নানা বিতর্কেও। ‘শিবলিঙ্গ’ বিতর্কে সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন তথাগত রায়। তিনি অভিযোগ করেছিলেন, সায়নী সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। সেই থেকেই তিনি উঠে আসেন রাজনৈতিক চর্চায়, রাজ্য রাজনীতিতে মঞ্চে তিনি হয়ে ওঠেন একটি প্রধান মুখ। তারপর নানা জল𓆏্পনা কল্পনা পেরিয়ে সকলকে চমকে দিয়ে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে যোগ দেন তিনি। তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন সায়নী। কিন্তু সেটা ছিল একেবারেই সাংগঠনিক দায়িত্ব।
আরও পড়ুন: Sony♏, CNN-সহ একাধিক সংস্থা-ব্যক্তির তথ্য চুরি করে হ্যাকারদের দিচ্ছে TikTok?
৪ জুন মঙ্গলবার লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশ্যে এসেছে। বিরাট মার্জিন নিয়ে যাদবপুর থেকে জয়ী হয়েছেন তিনি। প্রায় আড়াই লা😼খ ভোটে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন অভিনেত্রী। এটাই ভোট রাজনীতিতে সায়নীর এটাই প্রথম সাফল্য। তবে এর আগেও একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দা꧑ঁড়িয়েছিলেন সায়নী। তাঁর বিপক্ষে দাঁড়িয়েছিলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা কাছে তিনি সেই বার পরাজিত হয়েছিলেন।
আরও পড়ুন: রাজপরিবারের যে দায়িত্ব, তা কি আর সামলা𝓰বেন না ক্যানসার আক্রান্ত কেট মিডলটন?
আর এই বিধানসভা ভোটের প্রচার পর্বেই ‘শিবলিঙ্গ’ বিতর্ক নিয়ে আবার খোঁচা দেওয়া হয়েছিল সায়নীকে। ‘শিবলিঙ্গ’ বিতর্কে সায়নীর বিরুদ্ধে তথাগত রায়ের সেই এফআইআর বঙ্গ রাজনীতিতে মাঝেমধ্যেই ইস্যু হয়ে দাঁড়ায়। আর এবার ভোট যুদ্ধে সাফল্যের পর তথাগত রায়কে দেওয়া সায়নীর খ🔯োঁচা আবারও এই বিতর্ককে নতুন করে তুলে আনল। লোকসভা ভোটে সাফল্যের পর সায়নী সাংবাদিকদের করা প্রশ্নে তথাগত রায় প্রসঙ্গে বলেন, “ধন্যবাদ তথাগত রায়কে। তাঁর ঠিকানাটা আমাকে একটু দ꧃িন। মিষ্টি পাঠাব তাঁর কাছে।"