অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা নিয়ে বুধবার মধ্যরাত থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া♔। ভুয়ো খবর রটে যাওয়ায় অস্বস্তিতে অভিনেত্রীর ꧋পরিবার এবং ঘনিষ্ঠরা। 'আরও একটু থাকতে দাও ওকে...এসব লেখার অনেক সময় পাবে...', রাতেই ফেসবুক পোস্টে কাতর আর্জি সব্যসাচী চৌধুরীর।
কেম🎐ন আছেন ঐন্দ্রিলা? রাতটা যেন বিনিদ্রায় কেটেছে তাঁর শুভাকাঙ্খীদের। আপাতত ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী। পরিবারের আর্জি, না জেনে তাঁকে নিয়ে আগে থেকে য﷽েন কোনও মন্তব্য না করা হয়।
ঐন্দ্রিলা এবং সব্যসাচীর খুব কাছের বন্ধু সৌরভ দাস। অভিনেত্রী অসুস্থ হওয়ার মুহূর্ত থেকে সব্যসাচীর মতো তিꦜনিও ঐন্দ্রিলা এবং তাঁর পরিবারের পাশে পাশে রয়েছেন। আপাতত ‘আবার বিবাহ অভিযান’ ছবির শ্যুটিংয়ে থাইল্যান্ডে সৌরভ। সেখান থেকেই সমস্ত খোঁজ রাখছেন।
ঐন্দ্রিলার নামে ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই সব্যসাচীর মতো মুষড়ে পড়েছেন সৌরভও। বৃহস্পতিবার সকালে আচমকা একটি ফেসবুক পোস্ট সৌরভ দাসের। লিখেছেন, ‘বেঁচে আছে এখনও। মেরে ফেলো♛ না ওকে। পায়ে পড়ছি।’
বৃহস্পতিবার সকালে প্রথম পোস্টের ঘণ্টা দুয়েক পর নেটমাধ্য🎃মে আরও একটি পোস্ট করেন সৌরভ। খানিকটা ক্ষোভ প্রকাশ পেয়েছে সেই পোস্টে। দেখুন অভিনেতা কী লিখেছেন-
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। গত ১৫𒊎 দিন ধরে হাসপাতালের বিছানায় লড়াই জারি ‘জিয়ন কাঠি’ নায়িকার। বুধবার(১৬ নভেম্বর ২০২২) সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্꧑রিলা। সিপিআরের মাধ্যমে তাঁকে খানিকটা স্থিতিশীল করা গেলেও শারীরিক পরিস্থিতির কোনওরকম উন্নতি হয়নি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি।
২৪ বছর বয়সী ঐন্দ্রিলা এর আগে দু-বার ক্যানসারকে জয় করেছেন। একাদশ শ্র꧅েণিতে পড়বার সময় প্রথমবার তাঁর বোনম্যারো ক্যানসার ধরা পড়ে। সুস্থ হয়ে ওঠবার পর গত বছর ফেব্রুয়ারিতে ফেরꦑ ক্যানসারের কবলে পড়েন তিনি। সেই ধাক্কাও সামলে ওঠে কাজে ফেলেন ঐন্দ্রিলা।
এরপর গত ১ নভেম্বর বাড়িতেই অসাড় হয়ে যায় ঐন্দ্রিলার শরীর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা🐟 জানান, ‘ব্রেন স্ট্রোক’-এর শিকার দু-বারের ক্য়ানসার জয়ী ঐন্দ্রিলা। ওইদিনই তাঁর সার্জারিও করা হয়। তারপর থেকেই কোম▨ায় অভিনেত্রী। ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার কামনা করছে সকলেষ