মারণরোগ ক্যানসারকে দু-বার হারিয়েছেন ঐন্দ্রিলা। ব্রেন-স্ট্রোকের কাছে সহজে হার মানবেন না, আবারও ফিনিক্স হয়ে ঠিক ফিরে আসবেন, বিশ্বাস অভিনেত্রীর ভক্তদের। অদম্ℱয জীবনীশক্তির জোরে গত ৮দিন ধরে𝄹 মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা। মঙ্গলবার জানা গিয়েছিল, নতুন করে সংক্রমণ ধরা পডে়ছে ভেন্টিলেটর সাপোর্টে থাকা অভিনেত্রীর। রাত কাটতেই মিলল খানিকটা স্বস্তির খবর।
বুধবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ নিয়ন⛦্ত্রণে। আগের চেয়ে ভালো আছেন ঐন্দ্রিলা। জটিলতা এখনও সম্পূর্ণ না কাটলেও ভেন্টিলেটর এখন সি-প্যাপ মুডে রাখা, যা ভালো লক্ষণ। জানা গিয়েছে অভিনেত্রীর রক্তচাপ এবং শরীরে অক্সিজেনের মাত্র নিয়ন্ত্রণে, যা স্বস্তিতে রাখছে চিকিৎসকদের। জ্বর আসেনি, কিন্তু অ্যান্টিবায়োটিকের কড়🧸া ডোজ চলছে। স্নায়ুর সমস্য়া একইরকম,জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার- কোমাতেই রয়েছেন অভিনেত্রী।
গত মঙ্গলবার থেকে একটানা ৮দিন হাওড়ার আন্দুলের নারায়ণা হাপাতালেই রয়েছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। ঐন্দ্রিলাকে নিয়ে কোনওরকম নেতিবাচক খবরকে প্রশয় দিতে রাজি নন তিনি। উদ্বেগের মাঝেই সব্যসাচী সোমবার সন্ধ্যায় ফেসবুকে জানিয়েছিল𒀰েন ‘সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা’। চিকিৎসকেরা 'এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করবার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি না হলেও এখনও বিপন্মুক্ত নন অভিনেত্রী, জানাচ্ছেন চিকিৎসকরা। গত ১লা নভেম্বর দুপুরে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। তাঁর ম💦ায়ের বক্তব্য অনুয়ায়ী, মিনিট দশেকের মধ্যেই অসাড় হয়ে গিয়েছিল অভিনেত্রীর সারা শরীর। সঙ্গে বমি করছিলেন তিনি। এরপর সব্যসাচীকে ফোন করেন শিখা দেবী (ঐন্দ্রিলার মা)। পরে ঐন্দ্রিলাকꦍে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী। ওইদিন রাতেই তাঁর অস্ত্রোপচার হয়, তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। দ্রুত সুস্থ হয়ে উঠুক ‘জিয়ন কাঠি’ নায়িকা, এমনটাই প্রার্থনা সবার।