☂ দুই দশকের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন ঐশ্বর্য রাই বচ্চন। এই দীর্ঘ সময়ে তিনি অনেক সিনেমায় অভিনয় করতে মানা করে দেন, যার মধ্যে কিছু ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল আবার কিছু হয়নি। তবে এর মধ্যে এমন একটি সিনেমা রয়েছে, যে সিনেমায় কাজ না করার কারণ ছিল একেবারে অন্যরকম। সিনেমার নাম ছিল ‘কুচ কুচ হোতা হ্যায়’।
⛎১৯৯৮ সালের মুক্তিপ্রাপ্ত ‘কুচ কুচ হোতা হ্যায়’ করণ জোহর পরিচালিত এমন একটি সিনেমা, যে সিনেমার চরিত্র এবং সংলাপ আজও মানুষের মধ্যে সমানভাবে জনপ্রিয়। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল এবং রানী মুখোপাধ্যায়। রানী মুখোপাধ্যায় ওরফে টিনার চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যের, কিন্তু এত বড় সুযোগ হাতে পেয়েও হাতছাড়া করে যান তিনি। নেপথ্যে কী কারণ?
আরও পড়ুন: 🌞বলিউডকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের কাছে কাতর আবেদন জাভেদ জাফরির! কী বললেন?
আরও পড়ুন:🦩 ওড়িশার পালা শেষ, শ্যুটিং শেষে স্থানীয়দের সঙ্গে ছবি তুললেন ‘SSMB29’ তারকারা
✃‘কুচ কুচ হোতা হ্যায়’ প্রসঙ্গে ঐশ্বর্যকে একবার প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আমি যদি সিনেমাটি করতাম তাহলে মানুষ বলত আমি মডেলিং করার সময় যা করতাম, সেটাই সিনেমায় করছি। চুল সোজা করে, মিনি স্কার্ট পরে, ক্যামেরার সামনে গ্ল্যামারাসভাবে অভিনয় করতে আমি চাইনি। আমি যদি টিনার চরিত্রে অভিনয় করতাম, তাহলে মানুষ আমাকে নিয়ে শুধুই উপহাস করত।’
ไতবে শুধু ঐশ্বর্য নয়, টিনার চরিত্রটি করার জন্য পরিচালক টুইঙ্কল খান্না, উর্মিলা মাতন্ডকর এবং টাবুর কাছে গিয়েছিলেন কিন্তু তাঁরা চরিত্রটি করতে নাকচ করে দেওয়ায় অবশেষে চরিত্রটি পেয়ে যান রানী মুখোপাধ্যায়।
আরও পড়ুন:🦂 'শ্যুটিং শুরু হতে দেরি হয়…', ‘সিকান্দার’-এর সেটে কী সমস্যায় পড়েছিলেন পরিচালক?
আরও পড়ুন:꧒ 'আমার চরিত্র আমার সন্তানের ওপর...', মা হওয়ার পর কেমন চরিত্রে কাজ করবেন দীপিকা?
🌼কথাতেই আছে, যেটা হবার সেটা হবেই। রানী মুখোপাধ্যায় টিনার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন। টিনার ক্যারেক্টার পার্শ্ব চরিত্র হলেও রানীর অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল সিনেমায়।
💟প্রসঙ্গত, শুধু ‘কুচ কুচ হোতা হ্যায় নয়’, ‘চলতে চলতে’ সিনেমাতেও ঐশ্বর্যকে রিপ্লেস করেছিলেন রানী মুখোপাধ্যায়। তবে ‘চলতে চলতে’ সিনেমায় ঐশ্বর্যের মতের বিপরীতে রানীকে নিয়েছিলেন পরিচালক। নেপথ্যে ছিল ঐশ্বর্য এবং সলমন খানের মধ্যে চলা সমস্যা, যার ফলে শাহরুখ নিজেও এই নিয়ে কোনও কথা বলেননি।