সরস্বতী পুজোর সময় রায়চৌধুরী বাড়ির ছোট মেয়ে তাঁর এক দ♒াদার এক বন্ধুর প্রেমে পড়ে। সেই প্রেমকে কেন্দ্র করে এগিয়েছে মিউজিক ভিডিয়োর গল্প। মিউজিক ভিডিয়োর নাম 'তোকে পাবো বলে'। রোম্যান্টিক গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নবনীতা। গানের সুরকার ও গীতিকার প্রাঞ্জল দাস। পরিচালনায় পরিচালক জয়দীপ বন্দ্য়োপাধ্য়ায়।
এই মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন ঐশ্বর্য সেন, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, শুভজিত দাস প্রমুখ♔। আসলে বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানেই প্রেম-প্রেম ভাব। শাড়ি-ধুতি পঞ্জাবি। তেমনি এভাবে এক প্রেম ডানা মেলেছিল রায়চৌধুরী বাড়িতে। বাড়ির ছোট মেয়ে হিয়ার ভালো লেগে যায় তারই দাদা সুমন্তর বন্ধু অয়নকে।
সরস্বতী পুজো নিয়🔜ে ভ্লগ বানাতে তাঁদের বাড়িতে এসেছিল সুমন্ত। সঙ্গে এসেছিল অয়ন, বন্ধু অদৃজাও। রায়চৌধুরী পরিবারে তখন পুজোর আমেজ, হৈচৈ রব। প্রচুর মানুষের আনাগোনার মধ্যেই অয়নকে ঘিরে হিয়ার মনে দানা বাঁধতে শুরু করে প্রেম𓄧। অদৃজা-অয়নের খুনসুটিও ভেসে উঠেছে ভিডিয়োতে। মান-অভিমান পেরিয়ে কীভাবে কাছাকাছি এসে পৌঁছাবে হিয়া আর অয়ন? খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিউজিক ভিডিয়ো 'তোকে পাবো বলে'।