শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’-এর হাত ধরে দীর্ঘদিন পর বাং✨লা ছবির পর্দায় ফিরছেন রাখি গুলজার। আপতত জোর কদমে শহরের বুকে চলছে ছবির শ্যুটি✨ং। ‘আমার বস’-এর পরতে পরতে চমক। এই ছবিতে রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাসরা। এ কথা আগেই জেনেছে দর্শক।
এবার ‘আমার বস’-এর আরও দুই নায়িকার উপস্থিতির খবর সামনে এল। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত এই ছবিতে অভ๊িনয়ও করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বুধবার ভিক্টোরিয়ার সামনে ছবির শ্যুটিং সারলেন তাঁরা। ফুচকার দোকানে লাইন দিতে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে। সঙ্গী শ্রুতি, সৌরসেনী আর ঐশ্বর্য। হ্যাঁ, শ্রুতির পাশাপাশি ‘আমার বস’-এ থাকছেন সৌরসেনী মিত্র এবং ঐশ্বর্য সেন।&n꧑bsp;
জানা গিয়েছে, এই ছবিতে সর্বাণীর চরিত্রে রয়েছেন অভিনেত্রী সৌরসেনী। এর আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘বাবা বেবি ও’-তে ক্যামিও রোলে দেখা মিলেছিল তাঁর, তবে সেটা স্বপ্ন 🔜উপস্থিতি। প্রথমবা শিবু-নন্দিতার পরিচালনায় কাজের সুযোগ পেয়েে উচ্ছ্বসিত নায়িকা। তিনি জানিয়েছেন, ‘ভাল কিছু পেতে গেলে কষ্ট করতেই হয়। নন্দিতাদি-শিবুদার কাজের অন্ধ ভক্ত।’ জানা গিয়েছে এই ছবিতে প্রকাশনা সংস্থার এক কর্মীর চরিত্রে রয়েছেন সৌরসেনী, তাঁর বিপরীতে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। টেলিভিশের অতি পরিচিত মুখ গৌরব। এর আগে ‘বাবা বেবি ও’-তে দ্বিতীয় লিড হিসাবে দ🍬েখা মিলেছিল গৌরবের। প্রথমবার জুটিতে দেখা যাবে সৌরসেনী-গৌরবকে।
অন্যদিকে🌊 অল্প সময়েই টলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন ঐশ্বর্য সেন। এর আগে ‘দিলখুশ’ ছবি-সহ একাধিক ওয়েব সিরিজে দর্শক দেখেছে 🌳তাঁকে। ঐশ্বর্যর ফিল্মোগ্রাফিতে বড় সংযোজন ‘আমার বস’।
এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়। রাখি গুলজার অভিনীত শেষ বাংলা ছবি নিবার্ণ। কিন্তু খুব বেশি দর্শক এই ছবি দেখতে পাননি। চার বছর আগে ছবি উৎসবে প্রদর্শিত হলেও হলে মুক্তি পায়নি গৌতম হালদার পরিচালিত নিবার্ণ। সেই অর্থে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’-এর পর ফের বাংলা ছবিতে বাঙালি কন্যের অভিনয় দেখার সুযোগ🏅 পাবে বাঙালি দর্শক।
বাংলা ছবির পর্দা থেকে দূরে থাকলেও নিয়মিত বাংলা ছবি দেখেন রাখি। শিবপ্রসাদ জানিয়েছেন, ‘আমাদের সব সিনেমা ওনার দ্যাখা। সবচেয়ে প্রিয় হামি’। ‘রাখীদি’কে অ্যাকশন-🍰কাট বলার সুযোগ পাওয়াটা ‘ইচ্ছেপূরণ’ অকপটে মেনে নিয়েছেন পরিচালক।
দিলীপ নাগের বাংলা ছবি ‘বধূবরণ’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন রাখি গুলজার। দ্বিতীয় ছবি ছিল বিজয় বসুর ‘বাঘিনী’। এরপর বলিউডে পুরোদমে কাজ শুরু কর🐓েন রাখি। সত্তরের দশকে শক্তি সামন্তর ‘অনুসন্ধান’-এ দর্শক দেখেছিল তাঁকে। রাখির অভিনীত বাংলার ছবির তালিকায় রয়েছে, অপর্ণা সেনের ‘পরমা’, প্রভাত রায়ের ‘প্রতীক’-সহ একাধিক 🧔ছবি।