বলিউডের স্পটলাইটের তলায় প্রায় সর্বক্ষণ থাকলেও সেই আলোয় থাকার জন্য কখনও ট্রেন্ড-এর পিছনে দৌড়ননি অজয় দেবগণ। অন্ধের মতো তা অনুসরণও করেননি খবরে থাকার জন্য। বরং নিজেকে সযত্নে 'খবর'-এর থেকে দূরে সরিয়ে রাখেন তিনি। তবে অনুসরণ না করলেও নিত্য নতুন ট্রেন্ড-এর ব্যাপারে কিন্তু বেশ আপডেটেড থাকেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই কথা জানালেন অজয় নিজেই। সঙ্গে আর🧸ও জানান, এই মুহূর্তে নতুন ঠিক কী ট্রেন্ডিং, সেসবের খোঁজখবর তিনি তাঁর দুই ছেলে মেয়ের থেকেই নেন।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা যারপরনাই জরুরি, যেকোনও বয়সীদের জন্য। অন্তত, 'সিংঘম' তা মনে করেন। তাই নয়া প্রজন্মকে বুঝতে ও শিখতে নিজের দুই সন্তান নাইসা ও যুগের শরণাপন্ন হন তিনি। ইন্ডিয়া টুডে-কে দেও🦂য়া ওই সাক্ষাৎকারে অজয় বলেছেন, 'যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ছোটদের থেকে কিছু না কিছু শিখতেই হবে আমাদের। নয়া প্রজন্মের থেকেও স্মার্ট হওয়ার পাঠ নিতে হবে। আমার সন্তান থেকে শুরু করে পরিবারের যাঁরা নয়া প্রজন্মের সদস্য তাঁদের থেকে অনেককিছু শিখি আমি। যেমন, নিত্যনতুন শব্দ। কারণ আজকাল মাস তিনেক অন্তর অন্তর বিভিন্ন শব্দের উদ্ভব হচ্ছে। সেসব তো ওদের থেকেই ൩জানতে পারি, শিখিও। তা সেই ট্রেন্ডও যখন পুরনো হয়ে যায়, ওঁরাই আমাকে মনে করিয়ে দেয় ওই নির্দিষ্ট ফ্যাশনটিও বড্ড পুরনো হয়ে গিয়েছে।
বক্তব্যের একেবারে শেষে অজয়ের সংযোজন, 'বর্তমানে ভীষণভাবে জরুরি নিজেকে আপ🤡ডেটেড রাখা। তাই তা করার জন্য আমাদের ভালোভাবে মিশতে হবে, বুঝতে হবে নয়া প্রজন্মকে। প্রচুর গল্প-আড্ডা মারতে হবে তাদের সঙ্গে যুগের হাওয়া বোঝার জন্য। তাদের মানসিকতা বোঝার জন্য। এটুকুই।'