পাবলিক ফিগার হওয়া কি এতটা𒐪ই সহজ? সম্প্๊রতি ‘কফি উইথ করণ ৮’-এ হাজির হয়ে এ বিষয় খুল্লামখুল্লা কথা বলেছেন অভিনেতা অজয় দেবগন এবং পরিচালক রোহিত শেট্টি। মেয়ে নাইসাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব ট্রোলিং চলে, তা নিয়েও কথা বলেছেন অজয়।
পাপারাৎজ্জি কালচারে কতটা ব্যক্তিগত সত্ত্বা বজায় রাখা যায়, সে নিয়ে বার বার যে মেয়ে নাইসা লাইমলাইটে থাকেন এ বিষয় অজয় দেবগনের কাছে প্রশ্ন রেখেছিলেন করণ জোহর। আরও পড়ুন: সপরিবারেℱ জঙ্গল সাফারি, তার সঙ্গে ঘোল তৈরি! রাজস্থানে কেমন ছুটি কাটাচ্ছেন শিল্পা
নাইসাকে ট্রোল প্রসঙ্গে
অজয় অবশ্য সাফ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এই ভাবে নাইসার ট্রোল হওয়ায় তাঁর পরিবার মোটেই সন্তুষ্ট নয়। অভিনেতা বলেছেন, ‘অবশ্যই, ও এটা পছন্দ করেন না আর আমিও করি না। কিন্তু আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। তাই এগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। এটা কোনও ব্যাপার না। কিছু লোক আপনার সম্পর্কে বাজে কথা বলে তার মানে এই নয় যে পুরো বিশ্ব আপনার সম্পর্কে একই রকম ভাববে। কেউ ট্রোলড না হলে সোশ্যাল মিডিয়া চলে না। আপনি যদি ভালো কিছু লেখেন তবে কেউ পড়তে আগ্রহী হবে না’। আরও পড়ুন: সপরিবারে জঙ্গল সাফারি, তার সঙ্গে ঘোল তৈরি! রাজস্থানে কেমন ছুটি 𝄹কাটাচ্ছেন শিল্পা