'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' মুক্তির আগেই অক্ষয় কুমার তাঁর নতুন ছবি 'খেল খেল মে'র শ্যুটিং শেষ করেছিলেন। এবার প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। কমেডিতে ভরপুর এই সিনেমা ‘খেল খেল মে’-তে অক্ষয় কুমার ছাড়াও মুখ্য ভূমিকায় থাকছেন তাপসী পান্নু, বাণী কাপুর, অ্যামি ভির্ক, আদিত্য সিল, প্রজ্ঞা জয়সওয়াল এবং ফরদিন খান।
কবে মুক্তি পাচ্ছে 'খেল খেল মে'?
অক্ষয় কুমার অভিনীত এই ছবি চলতি বছরের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে♋ মুক্তি পেতে চলেছে। মুদাসর আজিজ পরিচালিত এই ছবিতে যে বিরাট স্টার কাস্ট রয়েছে তা দেখে খুব স্বাভাবিক ভাবেই আন্দাজ করা যাচ্ছে, ছবিটি আবেগꦆপ্রবণ যেমন হবে, তেমনি এর পরতে পরতে ধরে রাখবে হাস্যরসকেও।
আরও পড়ুন: রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির মেলবন্ধনে ইꦇমন চক্রবর্তী ও ফারজানা সিফাত🌠ের যুগলবন্দী
একক ফ্রেমে ছবির সব কলাকুশলীদের নিয়ে একটি পোস্ট প্রকাশ্যে এসেছে। পোস্টটিতে দেখা গিয়েছে অক্ষয় কুমার, তাপসী পান্নু এবং বাণী কাপুরকে বাগানে মধ্যে একটি সোফায় বসে আছেন। অন্যান্য অভিনেতারা হাসি মুখে তাঁদের ঘিরে দাঁড়িয়ে বা বসে রয়েছেন। নির্মাতারা সেটি টুইটার হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'চলুন এই স্বাধীনতা দিবসে আমরা পা রাখি একটা পা♓গল🤪ামিতে ভরা দুনিয়ায়, যেখানে হাসি, নাটক এবং প্রচুর মজার রসদ মিলবে। ১৫ আগস্ট, ২০২৪-এর এই দিনটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ এইদিনই প্রেক্ষাগৃহে আসতে চলেছে খেল খেল মে।'
প্রসঙ্গত, বর্তমানে তাপসী পান্নু 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিটি ২০২১ সালে মুক্তি পাওয়া 'হাসিন দিলরুবা'- এর সিক্যুয়াল। এই ছবিতে তাপসীর বিপরীতে 'টুয়েথ ফেল' খ্যাত বিক্রান্ত ম্যাসিকে দেখা গিয়েছিল। অন্যদিকে অক্ষয় কুমারকে 'হেরা ফেরি ৩', 'হাউসফুল ৫,ꦡ' এবং 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'- এ দেখা যাবে।
আরও পড়ুন: জা𓆏মাইষষ্ঠীর দিনই প্রকাশ্যে দর্শ𝔉না, বিক্রম আর মধুমিতার সম্পর্কে টানাপোড়েন! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়
উল্লেখ্য, প্রায় ৪ বছরের অপেক্ষা শেষে এই একই দিনে অর্থাৎ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই মুক্তি পাওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত 'পুষ্পা ২'। তেলেগু সুপারস্টার অল্লু অর্জুনের ব্লকবাস্টার 'পুষ্পা'-র সিক্যুয়েলের অপেক্ষায় অনেক দিন থেকেই ছিলেন ভক্তরা। ছবির পোস্টার, ২ টি টিজার আর ২ টি গান ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। কিন্তু কানাঘুষোয় শোনা যাচ্ছে, ১৫ আগস্ট মুক্তি নাও পেতে পারে এই ছবি। তবে নির্মাতাদের পক্ষ থেকে ছবির স্থগিত 🧔রাখার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।