সদ্যই মুক্তি🧔 পেয়েছে রাজকুমার রাও অভিনীত শ্রীকান্ত ছবিটি। এই ছবিতে উঠে এসেছে দৃষ্টিহীন ব্যবসায়ী শ্রীকান্ত বোল্লার কথা। এবার এই অনুপ্রেরণামূলক ছবিটি দেখে মুগ্ধ হয়ে গেলেন অক্ষয় কুমার। তারিফ করলেন শ্রীকান্তের। একই সঙ্গে একটি বিশেষ টিপসও দিলেন রাজকুমারকে।
শ্রীকান্ত দেখে কী বললেন অক্ষয়?
এদিন অক্ষয় কুমার শ্রীকান্ত ছবিটি দেখেন। আর সেই ছবি দেখে তিনি যে মুগ্ধ হয়েছেন সেই কথাই যেন তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ খ্যাত অভিনেতা এদিন ইনস্টাগ্রামে শ্রীকান্ত ছবিটির একটি পোস্টার শেয়ার করে এই ছবির তারিফ করেন। শুধু তাই নয়, তিনি যে রাজকুমার রাওয়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সেই কথাও জানাতে ভোলেন না। এমনকি অভিনেতাকে সিনিয়র হিসেবে অভিনয়ের স্কুল খোল💞ার পরামর্শ পর্যন্ত দেন।
আরও পড়ুন: মাত্র ২১ বছরেই আত্মহনন উঠতি অভিনেত💖্রীর, সুইসাইড নোটে ন✅াম অভিনয়ের শিক্ষকের
আরও পড়ুন: পথকুকুরদের এবার রক্ষা 🔥করবে খোদ কালভৈরব! আসছে পারিয়া ২, প্রকাশ্যে পোস্টার
এদিন অক্ষয় কুমার তাঁর ইনস্টাগ্রাম স🃏্টোরিতে শ্রীকান্ত ছবিটি নিয়ে লেখেন, ' কোনও কিছুই অসম্ভব নয়। শ্রীকান্ত একটি অবশ্যই দেখা উচিত এমন ছবি। ছবিটা দেখে মজা এসে গেল।' এরপরই তিনি সহকর্মীর প্রশংসা করཧে লেখেন, 'রাজকুমার রাও এবার তো অভিনয় শেখানোর ক্লাস শুরু করে দে। তুই দুর্দান্ত এই ছবিতে।'
কেবল অক্ষয় কুমার নꦉন। এই ছবিতে দুর্ধর্ষ অভিনয়ের জন্য সর্বস্তর থেকেই প্রশংসা পাচ্ছেন রাজকুমার। দর্শকরা তো বটেই, সমালোচকরা পর্যন্ত তাঁর অভিন𒐪য়ের প্রশংসা করেছেন।
শ্রীকান্ত ছবিটি প্রসঙ্গে
শ্রীকান্ত ছবিটিতে রাজকুমার রাও ছাড়াও আছেন জ্যোতিকা, আলায়া এফ, শরদ কেলকার, প্🐓রমুখ। ৫ এপ্রিল এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজকুমার রাওয়ের এই ছবিটি গত ১০ মে মুক্তি পেয়েছে। এই ছবিটি প্রযোজনা করেছে টি সিরিজ এবংღ চক এন চিজ ফিল্ম প্রোডাকশন। তুষার হীরানন্দিনী এই ছবিটির পরিচালনা করেছেন।
কিন্তু কে এই শ্রীকান্ত? শ্রীকান্ত বোল্লা হলেন একজন ভারতীয় উদ্যোগপতি। তিনি বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেছেন। কৃষক পরিবারে জন্মান্ধ হয়ে জন্মিয়েও সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন তিনি। তৈরি করেছেন তাঁর এই বিরাট সাম্রাজ্য। তাঁর এই সংস্থা পরিবেশবান্ধব জিনিস উৎপাদন করে থাকে। একই সঙ্গে বিভিন্ন রকমের বিশেষ ভাব🍸ে সক্ষম মানুষদের সাহায্য করে থাকে।