আবু ধাবিতে প্রথম হিন্দু মন্ꦆদির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন অক্ষয় ✱কুমার। বলিউডের একাধিক অভিনেতা বিবেক ওবেরয়, গ্র্যামি বিজয়ী শঙ্কর মহাদেবন সহ আরও অনেকে এ দিন হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। বুধবার সকাল ৮টা থেকে আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অক্ষয়। তবে মুসলিম দেশের প্রথম হিন্দু মন্দির উদ্বোধনী অনুষ্ঠান মিস করেননি তিনি।
২৭ একর জমিতে অবস্থিত মন্দিরটি নির্মাণে খরচ পড়েছে ৭০০ কোটি টাকা। দুবাই-আবু ধাবি শেখ জায়েদ হাইওয়ের কাছে আল রভাতে আবু মুরিখা অঞ্চলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। ২০১৯ সালে এর ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘আবুধাবিতে BAPS স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধনের অংশ হতে পেরে ধন্য। ইতিহাসের সাক্ষী থাকলাম!’ আরও পড়ুন: জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলܫেন! নিজের গায়ের রং নিয়ে এ কী বলে বসলেন SRK