অভিনেত💞া অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘পৃথ্বীরাজ’ নিয়ে বেশকিছুদিন ধরেই সরব হয়েছেন দেশের কিছু মানুষ। বৃহস্পতিবার রাতে চণ্ডীগড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা অক্ষয় কুমারের কুশপুতুল পুড়িয়ে ফের প্রতিবাদ জানাল ছবির নাম নিয়ে। বেশ কিছুদিন ধরেই ‘প🦋ৃথ্বীাজ’ ছবির নাম পরিবর্তনের দাবি জনিয়ে আসছেন তাঁরা। শুধু ‘পৃথ্বীরাজ’ বলে মহান সম্রাটকে অপমান করা হচ্ছে বলেই তাঁদের মত।
অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার দাবি ছবির নাম হওয়া উচিত ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ বা ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। তাঁদের মতে সর্বশেষ স্বাধীন হিন্দু সম্রাট হিসেবে রাজত্ব করে গিয়েছেন পৃথ্বীরাজ চৌহান। তাই সম্রাটের ওপর 💜সম্মান জানিয়ে ছবির নাম নির্বাচন করা উচিত। তাঁরা আরও দাবি জানায়, ছবি মুক্তির আগে তা দেখাতে হবে ক্ষত্রিয় ও রাজপুত সমাজের ‘মাথা’দের। তাঁরাই ঠিক করবে ছবি আদৌ লোকসমাজে মুক্তি পাওয়ার যোগ্য কি না! ছবি তৈরির সময় ইতিহাসে কোনও পরিবর্তন করা হয়েছে কি না, তা দেখাই হবে তাঁদের লক্ষ্য।
অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার সদস্যরা আরও দাবি করেছেন, ছবির নির্মাতারা যদি তাঁদের দাব🔥ি মেন𒈔ে না নেয়, তবে ‘পৃথ্বীরাজ’কেও ‘যোধা আকবর’, ‘পদ্মাবত’-এর মতো বিরোধের মুখোমুখি হতে হবে। যা চলবে ছবি মুক্তি পাওয়ার সময় অবধি এবং তার পরেও।
চন্দ্রপ্রকাশ দ্বীবেদির পরিচালনায় ও আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের ব্যানারে আসছে 'পৃথ্বীরাজ'। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। প্রসঙ্গত, এই মাসের শুরুতেই একই ইস্যুতে ছবির নামে একটি জনস্বার্থ মামলা জারি করেছে করণি সেনা। করণি সেনার যুব শাখার সভাপতি সুরজিৎ সিং রাঠোর ছবিরꦓ নির্মাতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে অভিযোগ দায়ের করেছিলেনন। করনি সেনা যে তিনটি শর্ত সামনে রেখেছিল তা হল-- ছবি মুক্তির আগে তা স্পেশ্যাল স্ক্রিনিং করতে হবে, ছবিতে রাজপুত সমাজকে দেখানোর ওপর জোর দিতে হবে এবং ছবির শিরোনামে বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সম্পূর্ণ নামটি ব্যবহার করতে হবে।