বক্স অফিসে সময়টা মোটে ভালো যাচ্ছে না অক্ষয়ের! এর মাঝেই পর্দায় একদম অন্য ইমেজ তুলে ধরতে চলেছেন আক্কি। হালে দর্শক তাঁকে সবচেয়ে বেশি দেখেছে সামাজিক অনুপ্রেরণামূলক কিংবা জীবনীচিত্রে। লম্বা অন্তরালের পর পুরোদস্তুর মশালা বলিউড ছবিতে ফিরছেন নায়ক। সঙ্গী বাꦯণী কাপুর, তাপসী পান্নু, ফারদিন খানেরা। ছবির নাম খেল খেল মে।
মোবাইল ফোনের মধ্যে লুকানো থাকে মানুষের জীবনের নানান রহস্য। যা সাম♚নে বেরিয়ে এলে ঘটতে পারে বিপত্তি, ভাঙতে পারে দাম্পত্য। কিন্তু বন্ধুদের আসরে যদি আপনার সেই সিক্রেট ফাঁসꦓ হয়, তখন? হ্যাঁ, মোবাইল ফোনকে ঘিরে একটা ‘সর্বনাশের খেলা’য় মেতেছেন তাপসী-অক্ষয়রা।
কী আছে ট্রেলারে?
খেল খেল মে-র ট্রেলারের শুরুতেই দেখা মিলল সাতꦐজন বন্ধুর। একটি ডিনার পার্টির জন্য জড়ো হয়েছে তাঁরা, সময় কাটাতে এবং এই পার্টিতে আরও বেশি রোমাঞ্চকর করে তুলতে বন্ধ ঘরে একটা গেম খেলার প্রস্তাব দেন বাণী। সঙ্গীর সিক্রেট জানার সেরা উপায় তাঁর ফোন। সেই কারণে সারারাত ফোন আনলক করে রাখতে হবে টেবিলে। যার ফোনে কোনও মেসেজ বা কল আসবে, তা সর্বসমক্ষে পড়ে শোনাতে হবে কিংবা কথা বলতে হবে।
সব গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে, শুরুতে ছেলেদের অনেকেই গররাজি এই🧸 খেলায়। কিন্তু খানিক বাধ্য হয়েই যোগ দিতে হয় সেই খেলায়। ইনস্টাগ্রামে বিকিনি পরা মেয়েদের ছবি দেখাই এখানেই অক্ষয়ের নেশা। কথায় কথায় স্ত্রীকে মিথ্যা বলে সে। পেশায় প্লাস্টিক সার্জেন।
অক্ষয়ের ফোনে আসে এক কর্ল গার্ল এꦐজেন্সির ইমেল। তা দেখেই রেগে কাঁই স্ত্রী। সাফাই স্বরূপ অক্ষয় জানায়, স্তনের মাপ বড় করতে চায় সেই গণিকা। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
ছবিতে অ্যামি ভির্কের স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে তাপসীকে। শাশুড়ির সঙ্গে সংসার করতে গিয়ে বিরক্ত সে, বরের মা-কে যে💜 মোটে পোষাচ্ছে না তাঁর, সে কথা ফাঁস হবে এই রাতেই। অন্যান্য চরিত্রে দেখা মিলবে ফারদিন খান, আদিত্য সিল ও প্রজ্ঞা জয়সওয়ালদের।
'খেল খেল মে' পরিচালনা করেছেন 'হ্যাপি ভাগ জায়েগি' ছবির মুদাসসর আজিজ।🔯 এটি যৌথভাবে লিখেছেন মুদাসসর এবং সারা বোদিনার, এবং প্রযোজনা করেছে ভূষণ কুমারের টি-স🌳িরিজ।
'খেল খেল মে' মুক্তি পাবে ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে। জন আব্রাহাম, শর্বরী ওয়াঘ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত নিখিল আদভানির অ্যাকশন থ্রিলার 'বে💦দা' এবং অমর কৌশিকের ২০১৮ সালের ব্লকবাস্টারের সিক্যুয়েল স্ত্রী ২-এর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এই ছবি। বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে খেল খেল মে সেটাই এখন দেখার।