দীপাবলি প্রায় এসেই গেল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আলোর উৎসবের জন্য। আর ঠিক তার আগেই প্রয়াত শ্বশুরের স্মৃতিতে এক অভিনব কাণ্ড ঘটালেন অক্ষয় কুমার। না, মানুষকে নয়। দীপাবলির উপহার হিসেবে অযোধ্যার বাঁদরদের জন্য উপহার পাঠালেন♌ অভিনেতা।
কী করেছেন অক্ষয় কুমার?
রাম মন্দিরের আশেপাশে প্রচুর বাঁদর আছে। এবার সেখানকার প্রায় ১২০০ বাঁদরকে নিয়মিত খাওয়ানোর উদ্যোগ নিলেন অক্ষয় কুমার। তবে না, শহরের মধ্য൩ে নয়। শহর থেকে একটু দূরে।
এই বছরের গোড়ার দিকে যখন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয় তখন থেকে প্রায় রোজ অসংখ্য ভক্তের সমাগম হচ্ছে এই শহরে। আর মানুষের ভিড়🌜ের সঙ্গে বেড়েছে বাঁদর, হনুমানের সংখ্যাও। খাবারের আশায় ত꧃ারা এসে জড়ো হয়েছে এই মন্দিরের আশেপাশে। আর এই ঘটনা ঘটার পরই যাতে দর্শনার্থীদের অসুবিধা না করে এই প্রাণীগুলোকে ভালো ভাবে খাওয়ানো যায়, আবার শহরকেও পরিষ্কার রাখা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। পুষ্টিকর খাবার খাওয়ান অক্ষয় তাদের।
তবে এই বিষয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই উদ্যোগের মাধ্যমে অক্ষয় কুম🌸ার তাঁর বাবা মা এবং প্রয়াত শ্বশুর রাজেশ খান্নাকে শ্রদ্ধা জানান। হনুমানদের জন্য যে গাড়িতে তিনি খাবার পাঠান সেই গাড়িতে তাঁদের নাম লিখে দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: '৬০ শতাংশ পরিচালকই যৌন হেনস্থাকারী', মন্তব্য করে বিপাকে স্বরূপ! ২৩ কোটির মানহানির মামไলা পরিচালকদের
এই বিষয়ে তিনি HT City-কে জানিয়েছেন, 'আমি যখন জানতে🙈 পারি যে এমন পবিত্র জায়গায় হনুমানগুলোর অসুবিধা হচ্ছে আমি তখন আমার মতো করে কিছু করার উদ্যোগ নিই। আমার মা বাবা এবং শ্বশুরের নাম লেখা গাড়ি ওখানে পাঠানো আমার জন্য একটা অত্যন্ত আবেগঘন সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়েছে এটা ক♔রলে ওরা আমায় নিয়ে কোথাও গিয়ে একটু হলেও গর্বিত হবেন।' সেই গাড়িতে অক্ষয় কুমার লিখেছেন অরুণা, হরিওম এবং রাজেশ খান্নার গাড়ি। তাও আবার পঞ্জাবি স্টাইলেই।