সারেগামাপা ২০২৩-এর মঞ্চ মাতিয়ে রেখেছেন অ্যালবার্ট কাবো লেপচা প্রথম থেকেই। কালিম্পং-এর টুরিস্ট গাইড অ্যালবার্ট কাবো বাংলা সারেগামাপা-র পর এবার জাতীয় মঞ্চে। তিনি ছাড়াও বাংলা থেক🅘ে এবারে জায়গা করে নিয়েছেন রণিতা বন্দ্যোপাধ্যায়, ঋক বসু, সোনিয়া গাজমে, বুলেট, স্নেহা ভট্টাচার্যরা।
তবে কাবো-তে মুগ্ধ আপাতত ৩ বিচারক অনু মালিক, হ🗹িমেশ রেশমিয়া এবং নীতি মোহন। গ্র্যান্ড প্রিমিয়ারে আপনে বানা লে পিয়া গাইতে দেখা গিয়েছিল তাঁকে। এবার জি-এর তরফ থেকে ছোট্ট প♋্রোমো ভিডিয়ো শেয়ার করা হল। যেখানে দেখা হল বিখ্যাত পরিচালক সূরজ বারজাতিয়া নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন কাবো ও তাঁর স্ত্রী পূজা ছেত্রীর।
সারেগামাপা-র মঞ্চে প্রথম থেকেই পূজাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে কাবো-কে। জীবনের প্রতিটা লড়াইতে কীভাবে পূজা তাঁকে সঙ্গ দিয়েছেন, সেকথাও জানিয়েছেন অকপটে। মাসখানেক আগে মেয়েকে হারানোর যন্ত্রণাও দুজনে ভাগ করে নি য়েছেন বিচারক ও দর্শকদের সঙ্গে। তবে ‘শাদি স্পেশাল পর্ব’-এ অ্যালবার্ট আর পূজার আরও একবার বিয়ে দিয়ে তাঁদের জীবনটা আবার নতুন করে শুরু করার পথ দেখিয়ে দিলেন স্বয়ং সূরজꦗ বারজাতিয়া।
ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে আছেন কাবো। মাথায় গোলাপি পাগড়ি। পূজা পরে আছেন লেহেঙ্গা। দুজনের মালা বদল হল। এরপর সাত পাকে ঘোরেন তাঁরা। অন্যান্য প্রতিযোগীরা দুজনের গায়🦩ে ফুল ছুঁড়ে মারছে। সূরজ বারজাতিয়াকে বলতে শোনা যায়, ‘বেদির চারপাশে তো সবাই ঘোরে। কিন্তু জীবনের আগুনে যে সম্পর্ক সফল হয় সেটাই আসল বিয়ে।’
জুলা💟ই মাসে মেয়ে এভিলিনের মারা যাওয়ার খবর দিয়ে কাবো লিখেছিলেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। তুমি আমাদের জীব🉐নের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো তুমি। আর আমাদের পথ দেখিও। ওখানে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’
পরে পূজা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘আমার মেয়ের হার্টের সমস্যা ছিল। শুধু হার্টেই নয়, আরও বেশকিছু শারীরিক সমস্যা ছি🅠ল। চেষ্টা করেছি সুস্থ করার কিন্তু পারলাম না।’ ২০২৩ সালের 🌄৩ জুলাই-এ এভিলিনকে হারিয়েছিলেন অ্যালবার্ট ও পূজা।
পূজাই জোর করে অ্যালবার্ট কাবোকে রাজি করিয়ে সারেগামাপা-র মঞ্চে নিয়ে আসেন। এখ🐼ন দেখান, এত প্রতিকূলতা জয় করে বিজেতার ট্রফি হাতে ফিরতে পারেন কি না কাবো নিজের ছোট্ট পাহাড়ি গ্রামে।