২০২৩ সালের হিন্দি অর্থাৎ জি টিভির সারেগামাপায়ের বিজয়ী তিনি। সকলকে ছাপিয়ে গিয়ে কোনও প্রথাগত শিক্ষা না থাকা সত্বেও এই🦩 সেরার শিরোপা অ্যালবার্ট কাবো লেপচা অর্জন করেন। গত বছরের শেষেই তিনি ফিরে আসেন তাঁর বাড়িতে অর্থাৎ পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। মেয়েকে হারিয়ে আঁকড়ে ধরেছিলেন গানকে। স্ত্রীর ভরসা এবং জেদের কাছে হার মে𒈔নে গিয়েছিলেন মুম্বই। বাকিটা ইতিহাস। এদিন মেয়ের স্মৃতিতে ডুবতে দেখা গেল কাবোকে।
অ্যালবার্ট কাবোর স্মৃতি জুড়ে কেবলই এভলিন
সদ্যই নতুন বছর শুরু হয়েছে। আর তখনই মন খারাপ অ্যালবার্ট কাবোর। একরত্তি মেয়েকে হারানোর পর এত সহজে কি তার স্মৃতি ভোলাꩵ যায়! তাই তো এদিন স্ত্রী কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সারেগামাপা বিজয়ী। কাবো এদিন এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'অনেকটা ভালোবাসি এভলিন সোনা।' এরপ🍬র তিনি তাঁর এই পোস্টে সুইট মেমোরি, মেয়ে, আমার দুনিয়া এসব লেখেন হ্যাশট্যাগ ব্যবহার করে।
আরও পড়ুন: 'আমার ছবি যেভাবে হিট করছে...' মণি রত্নমের সঙ্গে কাজের আশায় ভরা মঞ্চে প্লেন কেনার ইঙ্গিত শাহඣরুখের!
আরও পড়ুন: 'ওঁর 𝓡ভালোবাসার ক্ষমতা দেখ𒉰াল আজ...' জন্মদিনে নিজের জন্য নয়, কার উদ্দেশ্যে হৃতিক লিখলেন এই কথা?
কাবো যে ছবিটি পোস্ট করেছেন সেখানে গানকে একটি টিশার্ট এবং প্যান্টের উপর ব্লেজার পরে ছোট্ট এ🀅ভলিনেক ধরে থাকতে দেখা যাচ্ছে। পূজার পরনে একটি জাম্পস্যুট। তাঁরা দুজনে মেয়েকে নিয়ে পাহাড়ি এলাকার কোনও ব্রিজে দাঁড়িয়ে এই ছবিটি তুলেছিলেন।
গত বছর অগস্ট꧂ মাসে না ফেরার দেশে চলে যায় এভলিন। সেই কথা নিজেই গায়ক জানিয়েছিলেন। কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিল এভলিন। জন্মের পর থেকে🔜ই অসুস্থ ছিল সে। এক বছর পূর্ণ করার আগেই চলে যায় না ফেরার দেশে। তারপর থেকে মাঝে মধ্যে পূজা এবং কাবোকে মেয়ের ছবি পোস্ট করতে দেখা যায়। এমনকি সারেগামাপায়ের খেতাব জিতে ফিরেই মেয়ের কবরে গিয়েছিলেন তাঁরা। ছোট্ট কবরটি সাজিয়ে তুলেছিলেন ফুলে।
আরও পড়ুন: মেয়ের বি🐽য়ে হতেই সমস🔯্ত বাবাদের মতোই কেঁদে ভাসালেন আমির, নিমেষে ভাইরাল ভিডিয়ো
অ্যালবার্ট কাবো লেপচার প্রসঙ্গে
পশ্চিমবঙ্গের এই পা🎐হাড়ি ছেলেটি🍎 প্রথমে বাংলার সারেগামাপাতে অংশ নেন। সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর গত বছর হিন্দির সারেগামাপায় গিয়ে সকলকে টপকে সেরার সেরা হয়ে ফিরে আসেন।