�🍷�সারেগামাপা বাংলা দিয়েই জনপ্রিয়তার আলোতে এসেছিলেন অ্যালবার্ট কাবো। এর আগে মূলত ট্যুরিস্ট গাইড হিসেবেই কাজ করতেন। সেরকমভাবে কোনও প্রথাগত গানের ট্রেনিংও ছিল না। তবে গলায় ছিল সুর-তাল-লয়। অসাধারণ গায়িকি দিয়ে কদিনেই বিচারক থেকে শুরু করে দর্শক, সকলের মনটা জয় করে নেন। তবে জিততে পারেননি সেই সিজন। তাঁকে হারিয়ে ট্রফি ওঠে পদ্মপলাশের হাতে। যদিও জাতীয় মঞ্চে সারেগামাপা জিতেছেন।
ꦍতবে সারেগামাপা বাংলায় ফিরলেন কাবো। গায়ে প্রিন্টেড শার্ট। সঙ্গে সাদা টি-শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট। চোখে কালো সানগ্লাসও। মুখে একগাল হাসি। তাঁকে দেখেই শান্তনু মৈত্র বলে ওঠেন, ‘মায়ের দিব্যি, আমি তোকে দেখতে চিনতে পারিনি’। শুনে হোহো করে হেসে ফেলেন কাবো নিজেও। পাশে দাঁড়িয়ে আবির বলে ওঠেন, ‘ফের বাংলা সারেগামাপা-তে ফিরে এসে কেমন লাগছে তোমার?’
আরও পড়ুন: মমতা নিয়ে ‘চুপ’! আরজি কর নিয়ে সোজা মোদীর ক🅠াছে শুভশ্রী, ‘স্বচ্ছ ভারতের চেয়ে…’!
‘আমার খুব ভালো লাগছে। যখনই এখানে আসি, মনে হয় যেন নিজের বাড়িতেই ফিরে এসেছি। আজ আমি যা, তা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের কারণেই। এখানে আমার মেন্টররা আছেন, রথিজিৎ স্যার আছেন। রথিজিৎ স্যার যেভাবে আমাকে গাইড করেছেন, আমি যখনই নতুন গান গাই, সেখানে অনুভব করার প্রয়োজন পড়ে, আমি আপনার ౠ(রথিজিৎ) এক্সপ্রেশন ভাবি আর গাই।’
আরও পড়ুন: মমতার🍬 প্রসঙ্গ উঠতেই এ কী বলে ফেললেন কঙ্গনা! মায়াবতী♋র কিন্তু প্রশংসাই করলেন
২০২৩ সালে জি টিভির সারেগামাপা-তে অংশ নিয়🐭েছিলেন অ্যালবার্ট কাবো। শুধু তাই নয়, তিনি প্রথম থেকেই দর্শকের মন জয় করে নেন। জিতে নেন শো। যদিও সেই সময় জীবনে বড় আঘাতের মুখে পড়তে হয়েছিল কাবো-কে। ২০২৩ সালের ৪ জুলাই একমাত্র মেয়েকে হারিয়েছিলেন। মাত্র ৮ মাসে না ফেরার দেশে চলে যায় এভিলিন। সেই আঘাত বুকে চে✱পেই গিয়েছিলেন সারেগামাপা-র মঞ্চে।
আরও পড়ুন: মেয়ের মা হলেন সুশান্ত-প্রাক্তন অঙ𝔉্কিতা লোখান্ডে, দেখালেন বꦰাচ্চার মিষ্টি মুখখানা
ফের সন্তানসুখ লাভ করেছেন অ্যালবার্ট কাবো। ২০২৪ সালের এপ্রিল মাসে পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন গায়ক। জুলাইতে ಞফের এক কন্যা সন্তান কোলে এসেছে কাবো ও তাঁর স্ত্রী পূজার। এভিলিনই নতুন রূপে ফিরে এসেছে যেন মা-বাবার কোলে। হিন্দুস্তান টাইমস বাংলাকে সেই সময় গায়ক জানিয়েছিলেন, ‘আমরা খুব খুশি। আনন্দের ঠিকানা নেই। সকলে ওকে আর্শীবাদ করবেন’।