যাক বাবা! শেষমেশ আলিয়া-রণবীরের বিয়ের দিনটা এল। সেই কবে থেকেই বিয়ের গুঞ্জন। ২০২১❀ সালের শুরু থেকেই বিয়ের খবর ঘুরছিল মার্কেটে। ঋষি কাপুর মৃত্যু, করোনা-- একাধিক কারণে নাকি বারবার পিছিয়ে যাচ্ছিল তারিখটা। বুধবার নীতু কাপুর সব জল্পনার অপসান ঘটিয়ে জানিয়ে দেন ১৪ এপ্রিল ‘বাস্তু’তেই বসছে বিয়ের আসর।
তারকাদের বিয়ে মানে একগুচ্ছ জল্পনা-আলোচনা। বর-কনে কেমন পোশাক পরবে, খাবারের মেনু কী হব🎀ে, ♊কারা কারা নিমন্ত্রিত থাকতে পারে তা নিয়ে আলোচনা চলে সর্বত্র। চলুন তবে জেনে নেওয়া যাক এই হাই প্রোফাইল বিয়ের মেনু কী হতে চলেছে।
পঞ্জাবি বিয়ে মানে জব্বর খাবার তো হবেই! রণবীর আর আলিয়ার বিয়ের মেনু শুনলে জিভে জল আসবেই আসবে। জানা যাচ্ছে মেনুতে রয়েছে তন্দুরি চিকেন, পাঁঠার মাংসের বিশেষ কয়েকটি পদ, ডাল মাখানি, পনির টিক্কা, কয়েক রকমের মিষ্টি। তবে শুধু পঞ্জাবি খাবার নয়, ৫০টিরও বেশি ‘ফুড কাউন্টার’ থাকছে সেখানে। ইটালীয়, মেক্সিকান, আফগানি নানা ধরনের কুইজিনে যাকে বলে রাজকীয় ব্যাপার। আরও পড়ুন: নীতু হাতে ঋষির নাম লিখলেওꦺ, আলিয়া লিখল না রণবীরের নামꦆ! তাহলে কী লেখা মেহেন্দিতে
এটাও জানা গিয়েছে দিল্লিব আর লখনউ থেকে নাকি রান্নার বিশ𒀰েষ পারদর্শী আনানো হয়েছে। যাঁদের উপরে বর্তেছে কাবাব, বিরিয়ানি বানানোর দায়িত্ব।