তারকাদে📖র নাকি একই পোশাক দু'বার পরা চলে না! অন্তত লোকজন তেমনটাই মনে করেন। বিশেষ করে বলি তারকারা যদি একই পোশাক বা শাড়ি দ্বিতীয়বার পরেন, তাহলে 𓆏তো হইচই পড়ে যায়। তবে নাহ আলিয়া কোনওদিনই সেসব চর্চার পরোয়া করেন না।
ঠিক যেমন গতবছর (২০২৩) ১৭ অক্টোবরে স্বামী রণবীরের হাত ধরে বিয়ের শাড়ি পরে পৌঁছে গিয়েছিলেন জাতীয় পুরস্কার নিতে। আর এবার, ২২ অক্টোবর, মঙ্গলবার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আলিয়া পৌঁছে গি♊য়েছিলেন নিজের মেহেন্দির দিনের লেহেঙ্গা পরে। অর্থাৎ আবারও পোশাকের পুনরাবৃত্তি। কে কী বলল, তাতে কীইবা আসে যায়! এবিষয়ে 'কোয়ি পরওয়া নেহি' আলিয়ার।
পাপারাৎজির ক্যামেরায় উঠে এসেছে আলিয়ার একাধিক ছবি ও ভিডিয়ো। আর তাতে সেই মেহেন্দির দিনের ১৮০ টি টেক্সটাইল প্যাচ দিয়ে তৈরি একটি গোলাপী লেহেঙ্গা সেটে দেখা গিয়েছে ভাট কন্যাকে। ঘটনাচক্রে আলিয়ার এই লেহেঙ্গাটি ডিজাইনার মণীশ মালহোত্রারই তৈরি করা। এদিকে এদিন তাঁর সঙ্গে ছিলেন দিদি শাহিন ভাট। শাহিন পরেছিলেন শাহিন ফিরোজা-সবুজ আনাജরকলি কুর্তা সেট। দিদি শাহিনের হাত ধকেই গাড়ি থেকে নামতে দেখা যায় আলিয়াকেไ।
আরও পড়ুন-রণবীরের হাত ধরে বিয়ের শাড়ি ꦛপরে জাতীয় পুরস্কার নিতে গেলেন আলিয়া!
আলিয়ার স্টাইল
আলিয়া নিজের বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে ১৮০ টি টেক্সটাইল প্যাচ দিয়ে তৈরি একটি গোলাপী লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন হীরে-পান্না খচিত চাঁদবালি নেকলেস, ম্যাচিং টিকলি, কানে ভারি দুল, তাঁর চুল সেদিন খোলাই ছিল। মেকআপে ছিল রুজ-রঙিন গাল, চকচকে মউভꦆ-গোলাপী ঠোঁট, পালকযুক্ত ভ্রু, মাস্কারা। তবে দিওয়ালি পার্টিতে অবশ্যে এই একই লেহেঙ্গার সঙ্গে শুধুমাত্র ভ🌱ারি দুলে দেখা গিয়েছিল আলিয়াকে।
আরও প𒐪ড়ুন-কুমার শানুর ছোটবেলার বন্ধু আর নেই, গ্রহণ করেন ইসলাম, পচাগলা দেহ উদ্ধার মণি কিশোরের
আলিয়া ভাটের লেহেঙ্গার বিশেষত্ব কী?
মনীশ মালহোত্রার ডিজ𒁏াইন করা এই লেহেঙ্গার বিশেষত্ব হল এতে🐬 কাশ্মীরি এবং চিকনকারি থ্রেডের কাজ খোদাই করা ছিল, মিজওয়ান মহিলাদের ৩০০০ ঘন্টার সূক্ষ্ম হাতের কাজে তৈরি হয়েছে এই ফুশিয়া গোলাপী লেহেঙ্গাটি। এতে আসল সোনা- রূপা দিয়ে নকশা করা। লেহেঙ্গার সঙ্গে কোরা ফুলে সজ্জিত একট ব্লাউজটি যাতে কচ্ছের ভিনটেজ সোনার ধাতব সিকুইন বসানো রয়েছে।
বিশেষত আল🐠িয়া ভাট এবং রণবীর কাপুরের মেহেন্দি অনুষ্ঠানের জন্য, লেহেঙ্গাটি আলিয়ার যাত্রার কথা স্মরণ করিয়ে দেয় এবং তার স্মৃতির প্রতীকী উপাদানগুলি চিত্রিত করে।