২০২২-এ এপ্রিলে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাপুর পুত্র রণবীর। এরপর ওই বছরই ৬ নভেম্বর রণবীর-আলিয়ার কোল জুড়ে আসে মেয়ে রাহা। তারপর থেকেই মেয়েকে চোখে হারান বাবা রণবীর। কাজের বাইরে বেশিরভাগ সময়ই মেয়ের সঙ্গেই কাটান তিনি। সম্প্রতি দ্য 🌱গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে মেয়ে রাহার সঙ্গে রণবীরের বন্ধুত্বের কথা জানান আলিয়া।
শনিবার নেটফ্⭕লিক্স শোয়ের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে দেখা গিয়েছিল আলিয়াকে। তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর, বেদাং রায়না এবং পরিচালক ভাসান বালা সহ তাঁর আপকামিং ꦺছবি 'জিগরা' টিমের সদস্যরা
রাহা-রণবীরের সম্পর্ক
আলিয়া বলেন, রাহার সঙ্গে রণবীরে বিশেষ বন্ধুত্ব আছে। দেখ𓄧ে মনে হয়, এই বন্ধুত্ব যেন যুগযুগ ধরে চলে আসছে। মেয়ের জন্য ♍নানান ধরনের খেলা আবিষ্কার করতে থাকেন রণবীর। কিন্তু কেমন সেই সব খেলা?
উদাহরণ দিয়ে আলিয়া বলেন, যেমন রণবীর রাহাকে বলে𝕴, 'তুমি কি আলমারিতে গিয়ে জামাকাপড় ঘাঁটতে চাও'। রাহা বল🥃বে, 'হ্যাঁ'। তারপরে, ওরা গিয়ে গিয়ে বিভিন্ন জামাকাপড় নিয়ে নানান খেলা খেলবে। হয়তে রাহা একটা বিভিন্ন জামাকাপড় তুলল, তখন রণবীর বলে, 'এটা মখমল, এটা সোয়েড, এটা সুতি'। রণবীর এই বিষয়টাকে খুব গুরুতর বিষয়ে পরিণত করবে।
আলিয়ার কথায়, রাহার সঙ্গে রণবীর খুবই দুঃসাহসী ও সৃজনশীল হয়ে থাকে। আপনি তাঁদের একসঙ্গে দেখ💦বেন,🧔 বিষয়টা দেখে আপনারও বেশ ভালোই লাগবে।
আরও পড়ুন🐭-হার্ট কাজ করছে না, গুরুতর অসুস্থ, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে🌺 ভর্তি মনোজ মিত্র
রণবীরের ন্যাপি বদল
আলিয়া জানান, রণবীর রাহার ন্যাপিও বদলেদেন। এমনকি রাহার জন্য রণবীর ঘুমপাড়ানি গানও গান। আলিয়া বলেন, ‘একটা ঘুম পাড়ানি গান আছে মালায়ালম ভাষায় উন্নি ভাভা ভোও। রণবীর একদম ছোট্ট থেকেই রাহাক൩ে ওই গানটি গেয়ে শোনায়। আর যখন রাহার ওই গানটা শুনতে ইচ্ছে করে, অর্থাৎ ওর ঘুম পায়, তখন ও বলতে থাকে মাম্মা ভা ভো, পাপা ভা ভো। আর তখনই রণবীর করতে শুরু করে দেয় ওই গান উন্নি ভাভা ভো। এই গানটা যে ও কতবার গেয়ছে তার কোনও হিসেব নেই।’
আলিয়া ও রণবীর
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে রণবীরকে শেষবার দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ২০২২ সালের হিট ফ্যান্টাসি ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'তে। সেই ছবির শ্যুটিไং করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েছিলেন আলিয়া ও রণবীর। এরপর ২০২২ সালের এপ্রিলে মুম্বইয়ে নিজেদের বাড়িতেই ছোট্ট, একান্ত পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেন রণবীর-আলিয়া। ওই বছরের নভেম্বরে রাহার বাবা-মা হন তাঁরা। মেয়ের এক বছর বয়স না হওয়ার আগে পর্যন্ত মেয়েকে কোনওভাবেই প্রাকাশ্যে আনেননি রণবীর-আলিয়া।