গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। হঠাৎই বুকে ব্যথা নিয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। 𒀰জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর। শুধু বাংল꧙া সিনেমা নয়, বাংলা থিয়েটার দুনিয়ার অন্যতম নাম হলেন মনোজ মিত্র।
বর্ষীয়ান💟 অভিনেতার অসুস্থতা ও তাঁর হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন মেয়ে ময়ূরী মিত্র। তিনি টিভি৯-কে জানান, তাঁর বাবা খুবই অসুস্থ, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হ🦩য়েছে। তাঁরা মাও অসুস্থ, উনি ডিমেনশিয়ার রোগী, কথা বলতে পারেন না। তাঁর কাকাও মাত্র ২০দিন আগেই মারা গিয়েছেন। তাই এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে তাঁরা যাচ্ছেন বলে জানান।
ময়ূরী মিত্র আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বাবার হার্ট এক্কেবারেই কাজ করছে না। তিনি এই মুহূর্ত🏅ে ওষুধের সাপোর্টে রয়ꦉেছেন। তবে এসবের মাঝেই তাঁর বাবা মনোজ মিত্রকে নিয়ে কিছু ভুয়ো খবর রয়ে যাওয়ায় বেশ বিরক্ত ময়ূরী।
প্রসঙ্গত জানা যাচ্ছে, চলতি বছরের শুরুত✃েই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। তারপর অবশ্য সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি।
আরও পড়ুন-প্যারিসের শোয়ে ভরা মঞ্চ, দিলজি🎃ৎকে আইফোন ছুড়ে মারলে🥀ন এক দর্শক, পাল্টা কী করলেন গায়ক?
আরও পড়ুন-হঠাৎই অসুস্থ, তিনবার অজ্ঞান হয়ে যা🍌ন, ICU-তে পূজারিণী, কী হয়েছে অভিনেღত্রীর?
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর তারিখে ব্রিটিশ ভারতের অবিভ🍎ক্ত বাংলায় সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। পরে কলকাতায় এসে স্কটিশচার্চ কলেজে পড়াশোনা করেন তিনি। তিনি ১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরবর্তী সময়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন।
তিনি তাঁর প্রথম🦹 নাটক মৃত্যুর চোখে জল লেখেন ১৯৫৯ সালে। তবে ১৯৭২সালে চাঁকভাঙা মধু নাটকের মাধ্যমেই নাট্য জগতে পা রাখেন। যে নাটকটিতে বিভাষ চক্রবর্তী মঞ্চ নির্দেশনায় অভিনয় করেছিলেন তিনি। ধীরে ধীরে নাট্যজগতের সুপরিচিত নাম হয়ে ওঠেন তিনি। একসময় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দায়িত্বও পেয়েছিলেন।
তবে শুধু নায়ক নয় বাংলা সিনেমার দুনিয়াতেও ছিল তাঁর অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দা🍨শগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘো🌊ষের মতো পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছেন।