বিয়ের জন্য ভারী লেহেঙ্গা নয়, বরং শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া ভাট। গত বছর রণবীর কাপুরের মুম্বইয়ের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই পাওয়ার ক♒াপল। একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে রণবীর কাপুরকে বিয়ে করেন বলি ডিভা। বিয়ের জন্য লেহেঙ্গা নয়, কেন শাড়ি বেছে নিয়েছিলেন অভিনেত্রী, ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সম্পর্কে মুখ খুলেছেন আলিয়া।
ব্রাইডাল শাড়ি সম্পর্কে আলিয়া ভাট
বিয়ের দিনের জꦍন্য আইভরি রঙের একটি শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। সঙ্গে ছিল একই রঙের দোপাট্টা। এ বিষয় কথা বলতে গিয়ে ম্যাগাজিনকে অভিনেত্রী বলেন, ‘আমি শাড়ি পরতে পছন্দ করি। পৃথিবীর সবথেকে আরামদায়ক পোশাক। তাই বিয়ের দিন লেহেঙ্গা না পরে শাড়ি বেছে নিয়েছিলাম’।
পোশাকের পছন্দের ক্ষেত্রে নারী হওয়ার সুবিধা সম্পর্কে বলতে গিয়ে আলিয়া জানিয়েছেন, ‘আপনার সেই দিকটা পছন্দ করা উচিত। আপনি সেই মুহূর্তে নেতৃত্ব দꦓিচ্ছেন—সেটি একটি শাড়ি, একটি অতি সহজ স্ট্রিট স্টাইল বা ওভার-দ্য-টপ গাউন। আমি বিশ্বাস করি একজন মহিলা হওয়ার সৌন্দর্য হল আপনি এই সমস্ত ভিন্ন পোশাক সব সময় পরতে পারেন। আমি প্যান্টস্যুট পরতে পারি। আমি একটা গাউন পরতে পারি। আমি মনে করি এটি একটি দুর্দান্ত জিনিস এবং উদযাপন করা উচিত’।
আলিয়া ভাটের বিয়ের লুক
অল্প সেজেও যে নজর কেড়ে নেওয়া য📖ায়, তা বুঝিয়ে দিলেন আলিয়া ভাট। আর তাই তো আলিয়ার ছিমছাম বিয়ের সাজ দেখে মুগ্ধ সবাই। আলিয়ার এমন ছিমছাম সাজের নেপথ্যে রয়েছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনি।
সব্যসাচীর আইভরি রঙের পোশাকেই সেজে উঠেছিলেন আলিয়া। মাথায় ছিল সেই রঙেরই ওড়না। গয়নার ব্যাপারে আলিয়া বেছে নিয়েছিলেন ঝুমকা, চোকর, বালা এবং মাথা পট্টিকে। টিকলিকে ধরে রাখার জন্যই মূলত এই মাথা পট্টি ব্যবহার করা হয়।𒈔 বিয়ের দিন আলিয়া চুল ছেড়েই রেখেছিলেন। আর চুলের মধ্যে গোলাপি টাচ দিতে অল্প ব্লাশার ব্যবহার করেছিলেন আলিয়া। মুখে ছিল শুধুমাত্র বেস মেকআপ। সঙ্গে গালে আর থুতনি গোলাপি ব্লাশ ব্যবহার করেছিলেন আলিয়া।