ভারতীয় সঙ্গীতের জগতে তাঁর অসা꧑মান্য অবদান। তাঁর গলার মিষ্টি সুর, মন কেড়েছে আট থেকে আশির। সেই প্রতিভার নাম অলকা ইয়াগনিক। প্রায় তিন দশক ধরে ভারতীয় সঙ্গীতের জগতে সঙ্গে যুক্ত তিনি। এবার অলকার মুকুটে নতুন পালক। জনপ্রিয় গায়িকার হাতে বিশ্বরেকর্ড।
২০২২ সালের হিসাবে ইউটিউবে ৫৬ বছর বয়সী এই গায়িকার গান সবথেকে বেশিবার বেজেছে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী💙, গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তাঁর গান। এর ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন অলকা।
কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পিছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা। ওই বছর ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে BTS-এর গান। অন্যদিকে, সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তাঁরা হলেন উদিত নারায়ণ (ܫ১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। কুমার শানুর সঙ্গে অলকার বহু জনপ্রিয় গান রয়েছে।
আরও পড়ুন: ফের চালু হল, দেবের ‘প্রজাপতি’র সঙ্গে নতুন রূপে এল চন্দননগরের এই সিনেমা হল
চমক এখানেই শেষ নয়। গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিল ১৭ বিলিয়ন! গিনে🐼জ ওয়ার্ল্ড রেকর্ড▨ের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে।
সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগুনতি বার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। 𒁏তাঁকে বলা হয় 'কুইন অফ প্লে ব্য়াক সিঙ্গিং'। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে কেরিয়ার শুরু করেন। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন।
উল্লেখ্য, কলকাতায় জন্ম গায়িকার। ১০ বছর বয়সে মায়ের হাত ধরে মুম্বই পাড়ি দেন ছোট্ট অলকা। সর্বাধিক সাফল্য পেয়েছেন হিন্দি সিনেমার গানে। তাঁর সবথেকে জনপ্রিয় গানগুলি মধ্যে হল- ‘লাল দোপাট্টা’, ‘দিল লাগা লিয়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহনা’ প্রমুখ। ১৯৮৯ সালে শিলং-এর ব্য়বসায়ী নীরজ কাপুরের সঙ্গে বিয়ে হয় অলকার। তাঁদের একটি মেয়েও আছে। মাঝে চার-পাঁচ বছ꧒রের জন্য় আলাদা থাকতেন, ফের একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। 'ভয়েস অফ ইন্ডিয়া', 'সাꦉ রে গা মা পা লিটল চ্য়াম্প'-এর মত বিখ্য়াত রিয়ালিটি শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে অলকাকে।