জি বাংলায় আসছে ফের একটি নতুন মেগা। বিজয়েতা পণ্ডিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত অমর সঙ্গী ছবির নাম꧋েই নাম রাখা হয়েছে এই আসন্ন মেগার। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে অমর সঙ্গী ধারাবাহিকের প্রথম ঝলক, সেখানেই কুমার শানুর গাওয়া সেই আইকনꦏিক গান ব্যবহৃত হতেও শোনা গিয়েছে। এবার জানা গেল কবে থেকে আসছে এই ধারাবাহিক।
কবে থেকে আসছে এই ধারাবাহিক?
জি বাংলার তরফে এদিন একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখান থেকেই জানা গিয়েছে আগামী ১২ অগস্ট থেকে শুরু হতে চলেছে অমর সঙ্গী ধারাবাহিকের পথচলা। তবে না, এই ধারাবাহিককে বিকেলের কোনও স্লট দেওয়া হয়নি। পায়নি কোনও প্রাইম টাইম স্লট। বরং এই প্রথম কোনও নতুন মেগা সিরিয়ালকে দুপুর🅷ের স্লট দেওয়া হল। প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত অমর সঙ্গী জি বাংলায় দুপুর আড়াইটা থেকে দেখা যাবে। অনেকেই এমন বিদঘুটে স্লট দেখে বলেছেন জি কাকুর নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে নতুন সিরিয়ালকে কেউ এমন স্লট দেয়! কেউ আবার বল🐟েছেন সাড়ে নয়টার স্লট কেন দেওয়া হল না এই মেগাকে, ওই সময়টা তো ফাঁকাই আছে
অমর সঙ্গী ধারাবাহিক প্রসঙ্গে
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে 💮নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে। নীলের চরিত্রের নাম রাজ। সে ভাড়ার গাড়ি নিয়ে, জামা কাপড় পরে প্রেমিকার মন জয় করে। অথচ সত্যটা জানায় না যে সে ভাড়ার বাড়িতে থাকে। তাঁর কাছে গাড়ি নেই। অন্যদিকে শ্রী অর্থাৎ শ্যামৌপ্তি এসবই জেনে যায় রাজ বলার আগেই। তারপর কী হবে তাঁদের সম্পর্কের পরিণতি সেটা নিয়েই এই সিরিয়ালের গল্প।
প্রসঙ্গত নীলকে শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গিয়েছিল তিয়াসা লেপচার সঙ্গে। অন্যদিকে🀅 শ্যামৌপ্তিকে রণজয় বিষ্ণুর সঙ্গে গুড্ডি ধারাবাহ🎃িকে দেখা গিয়েছিল।