গদর ২ ব্লকবাস্টার। শনিবার ছবির সাকসেস পার্টিতেও গিয়েছিলেন ছবির নায়িকা আমিশা প্꧋যাটেল। এদিকে পরি🎶চালক অনিল শর্মার বিরুদ্ধে আমিশার অভিযোগের শেষ নেই। এবার আমিশার অভিযোগ তাঁর পর্দার (গদর-২) ছেলেকে নিয়েই। প্রসঙ্গত, গদরে আমিশা-সানির ছেলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই উৎকর্ষ বাস্তবে পরিচালক অনিল শর্মার ছেলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছেন, পরিচালক অনিল শর্মাকে নিয়ে তাঁর অভিজ্ঞতা ভীষণই খারাপ। তাঁর কথায়, ‘অনিলজি গদর ২-র হাত🦋 ধরে নিজের ছেলে উৎকর্ষকে প্রচারের আলোয় আনতে চেষ্টা করেছেন। আর তাই ছবিতে তারা ও সকিনার লাইমলাইট চুরি করেছিলেন। যদিও উৎকর্ষ খুব মিষ্টি ছেলে। আমিই ওকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছি।’
উৎকর্ষ প্রসঙ্গে আমিꩵশা আরও বলেন, ‘আশা করি, ইন্ডাস্ট্রির বড় পরিচালকরা এবার উৎকর্ষকে নিজেদের ছবিতে সই করাবেন। কারণ উৎকর্ষ ভীষণই মিষ্টি ছেলে। আর কোন ছেলেই শুধুমাত্র তার বাবার পরিচয়ে পরিচিতি পেতে চায় না।’
আরও পড়ুন-অনিলজির অস্বীকার করলেও আমার কা🤪ছে ওঁর চ্যাট, ভিডিয়ো সব প্রমাণই আছে: আমিশা
একই সাক্ষাৎকারে আমিশা বলেন, তিনি গদর-৩ করতে তখনই রাজি হবেন যদি ছবিতে উৎকর্ষের থেকে তারা আর সাকিনার চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রসঙ্গত সাক্ষাৎকারে পরিচালক অনিল শরও্মার বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন আমিশা প্য়াটেল।
প্রসঙ্গত, গদর ২ হল ২০০১-এ মুক্তিপ্রাপ্ত হিট ফিল্ম গদর-এর সিক্যুয়েল। ছবিতে সানি দেওল ‘তারা সিং’ নামে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর আমিশা প্যাটেল সা⛦কিনার চরিত্রে অভিনয় করেছিলেন। এটি ꦆ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। আর সিক্যুয়ালে তারা সিং তাঁর ছেলেকে উদ্ধার করতে সাহসী পদক্ষেপ নেন, এবং সীমান্ত অতিক্রম করেন। তারা সিংয়ের ছেলের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ, ছবিতে দেখানো হয়েছে তিনি পাকিস্তানে বন্দি। এই ছবিতে আরও অভিনয় করেছেন মনীশ ওয়াধওয়া, সিমরত কৌর এবং গৌরব চোপড়া।