আমিশা পাটেল বর্তমানে তাঁඣর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা রয়েছেন। খবর আসছে যে তিনি ব্যবসায়ী নির্বাণ বিড়লার সঙ্গে ডেট করছেন। শুধু তাই নয়, আমিশা নিজেও নির্বাণের সঙ্গে বেশ রোম্যান্টিক একটা ছবি শেয়ার করেছেন। আমিশা ও নির্বাণ বর্তমানে দুবাইয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।
ছবিতে দেখাꦗ যাচ্ছে, আমিশাকে জড়িয়ে ধরে রয়েছেন নির্বাণ। এই ছবি শেয়ার করে আমিশা লিখেছেন, ‘দুবাইয়ে একটি দুর্দান্ত সন্ধ্যা, প্রিয়তম নির্বাণের সঙ্গে’। আরও একটি ছবি শেয়ার করেছেন আমিশা, যেখানে তাঁর সঙ্গে দে▨খা যাচ্ছে নির্বাণ ও আরেক বন্ধুকে।
বলা বাহুল্য, ছবি শেয়ার হতে না হতেই তা ভাই🔥রাল সোশ্যাল মিডিয়াতে। ভক্তরা প্রশ্নে রীতিমতো ভরিয়ে দিয়✅েছেন গদর-অভিনেত্রীকে। একজন কমেন্টে লিখেছেন, ‘আপনারা কি প্রেম করছেন?’ দ্বিতীয়জন লেখেন, ‘আমার মনে হয় এবারে অন্তত বিয়েটা করাই উচিত।’ তৃতীয়জন মন্তব্য করেন, ‘প্রেম উদযাপনর জন্য সত্যিই দুবাই সেরা’।
নির্বাণ সম্পর্কে বলা হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী এবং গাযও়কও। তিনি বিড়লা ব্রেনিক্স এবং বিড়লা ও﷽পেন মাইন্ডসের প্রতিষ্ঠাতা।
নির্বাণ বিড়লা প্রসঙ্গে:
যশবর্ধন বিড়লার সুযোগ্য সন্তান নির্বাণ। জানা যাচ্ছে, বাবার পদানুসরণ করেই তিনি পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। নির্বাণ হলেন বিড়লা ওপেন মাইন্ডস এডুকেশন প্রাইভেট লিমিটেড এবং বিড়🐎🐲লা ব্রেইনিয়াক্স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর।
প্রাথমিক শিক্ষা শেষ করার পর, নির্বাণ মুম্বই থেকে স্নাতক হন এবং পরে লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট কোর্স করেন। স্নাতক শে𝔉ষ করার পর, নির্বাণ বিড়লা ওয়েলনেস এবং বিড়লা শ্লোকা এডুটেক-এ যোগ দেন। ম্যানেজমেন্টের কোর্স শেষ করার পর, নির্বাণ নিউবাই টিস ইউকে, স্যাপিয়েন ক্যাপিটাল এবং মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মতো কোম্পানির সঙ্গে কাজ করেন।
ভারতে ফিরে আসার পর, নির্বাণ পারিবারিক ব্যবসার দায়িত্ব নেওয়ার এবং তার পারিবারিক উত্তরাধিকারকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিড়লা এডুটেকের ব্যবসায়িক উন্নয়নের প্রধান𓃲 হিসেবে যোগদান করেন, যেটি তার পিতা যশোবর্ধন বিড়লা শুরু করেছিলেন। তিনি বিড়লা এডুটেক-এ যোগদানের পর, নির্বাণ ছয় থেকে সাতটি ব্র্যান্ডকে এককাবে একত্রিত করে এবং এর নাম দেয় বিড়লা ওপেন মাইন্ডস।
বিড়লা পরিবারকে যারা ♛চেনেন তারা প্রত্যেকেই জানেন এদের সঙ্গে শিল্প ও আধ্যাত্মিকতার কত টান। নির্বানেরও অল্প বয়স থেকেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। হারমোনিয়াম বাজাতেও শিখেছেন। তার পরিবারের জন্য গান গাওয়া ছাড়াও, নির্বাণ নিজে একটি ভজনও রেকর্ড করছেন।
বয়স নিয়ে কটাক্ষ
এদিকে নির্বাণের ছবি সামনে আসার পর থেকে তাঁকে কটাক্ষে ভরিয়েছে সোশ্যাল মিডিয়ার একাংশ। বিশেষ করে দুজনের বয়সের পার্থক্য নিয়ে চর্চা চলছে। প্রাথমিক ভাবে, আমিশার বয়স ৪০-এর বেশি। আর এদিক নির্বাণের বয়স ৩০-এর কাছাকাছি। আর এই বয়সের ꦉপার্থক্যই কমেন্টে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে নেটিজেনরা।