আরজি কর আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে কটাক্ষের মুখে পড়েছেন অপর্ণা সেন। আরজি করে গিয়ে ‘চটিচাটা বুদ্ধিজীবী’ বিদ্রুপও হজম করতে হয়েছে বর্ষীয়𝄹ান পরিচালককে। ইন্ডাস্ট্রির জুনিয়র সহকর্মীরাও বাঁকা কথা বলতে ছাড়েনি। তবুও চুপ নেই অপর্ণা। এবার তাঁর নিশানায় তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিপাড়ার অন্যতম চর্চিত নাম স্বরূপ বিশ্বাস।
ফেডারেশন✱ের মাথা স্বরূপ বিশ্বাস। অথচ তিনি নিজে সরাসরি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। স্বরূপ বিশ্বাসের টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর♕্ক কী? কীভাবে তিনি টালিগঞ্জের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদ ধরে রেখেছেন? সমাজ মাধ্যমে খোলা চিঠিতে এই প্রশ্ন অপর্ণা সেনের।
ইন্ডাস্ট্রিতে শাসক শিবিরের চোখরাঙানি নিয়ে ফুঁসে উঠলেন অভিনেত্রী-পরিচালক। শনিবারই ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে। ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন,কোনও কলাকুশলীকে আজ পর্যন্ত সাসপেন্ড করা হয়নি। তার পালটা জবাবে একাধিক সাসপেনশনের চিঠি পোস্ট করে গিল্ড। এরপর 🐻রাত গড়াতেই সহকারী পরিচালকদের গিল꧙্ডের কাছে একাধিক প্রশ্ন নিয়ে হাজির হল অপর্ণা সেন।
অপর্ণা সেন লেখেন, 'চিঠিগুলো পড়লাম। আমার কয়েকটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, শ্রী স্বরূপ বিশ্বাস কি সিনেমা তথা টেলিভিশন ইন্ডাস্ট্রির কোনও টেকনিশিয়ান? যদি না হন, তাহলে শুধুমাত্র TMC’র পার্টি সদস্য হওয়ার সুবাদে কেমন করে তিনি এই ইন্ডাস্ট্রির ফেডারেশনের সভাপতি পদে বহাল থাকতে পারেন? শুনলাম তাঁর নাকি সহকারী পরিচালকের কার্ড আছে। কিন্তু আমি যতদূর জানি, অন্তত দুটি ছবিতে অবসার্ভারের কাজ না করলে সহকারী পরিচালকের কার্ড পাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন, তিনি যে দুটি ছবিতে অবসার্ভার ছিলেন, সেই দুটি ছবির নাম কী?
তৃতীয় প্রশ্ন, সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার পর থেকে তিনি আজ পর্যন্ত ক’টি ছবিতে কাজ করেছেন, এবং ছবিগুলির নাম কী?
শুনেছি সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার ১৩ মাসের মধ্যে কোনও ছবিতে সহকারী পদে কাজ না করলে, সহকারী কার্ডটি খারিজ হয়ে যায়। একথা যদি সত্যি হয়, এবং উনি যদি ১৩ মাসের মধ্যে কোনও ছবিতে কাজ না করে থাকেন, ওঁর কার্ড কি খারিজ করা হয়েছে?
এই ইন্ডাস্ট্রির সর্বাধিক বয়্যেজেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ডের কাছে নিশ্চয়ই এই ক’টি প্রশ্নের উত্তর আশা করতে পারি? কাউকে কোনও দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়। যে প্রশ্নগুলি আমার মনে এসেছে, আমি তার সদুত্তর চাইছি মাত্র।’
অপর্ণা সেনের সেই খোলা চিঠি নিজেদের ফেসবুক পেজে ভাগ করে নিয়েছে ডিরেক্টরর্স গিল্ড। অপর্ণার প্রশ্নের জবাব আদেও দেবেন স্বরূপ বিশ্বাস? কোন কোন ছ🌳বিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেছ🐠েন তিনি, এর জবাব সত্যিই অধরা!