আরআরআর ছবিটি যেন প্রতিজ্ঞা করে নিয়েছে সে বিশ্বজয় না করে থামবে না। ইতিমধ্যেই ছবিটি বিশ্বজুড়ে একাধিক খেতাব পেয়েছে। পেয়েছে নানা সম্মান। সম্প্রতি ꦕছবিটি সেরা অরিজিন্যাল গান বিভাগে পু𝐆রস্কার পেয়েছে গোল্ডেন গ্লোবসের মঞ্চে। শুধু পুরস্কার পায়নি, ইতিহাস তৈরি করেছে। এই বিভাগে এই প্রথম কোনও ভারতীয় ছবি পুরস্কার পেল যে!
এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবিতে র⛄াম চরণ এবং জুনিয়র এনটিআরকে দেখা গিয়েছিল। এই ছবিটি এবার আরও একটি সম্ꦍমান পেল আন্তর্জাতিক মঞ্চে। এমএম কিরাবাণী আরও একটি সম্মানে সম্মানিত হলেন।
আরআরআর ছবির নাটু নাটু গানটির জন্য লস অ্যাঞ্জেলেস ক্রিটিক্স সার্কেল পুরস্কার জিতলেন কিরাবাণী। সেরা গান বিভাগে তিনি এই পুরস্কার পান। এই পুরস্কারের আগে তিনি গোল্ডেন গ্লোবসের মঞ্চে একই গানের জন্য সেরা অরিজিন্যাল গানের খে🌟তাব জয় করেছিলেন। এই গানটির কম্পোজিশন করেছেন এমএম কিরাবাণী। বর্তমানে এই ছবির টিম অস্কারের জন্য প্রচার চালাচ্ছে।
গোল্ডেন গ্লোবস খেতাব জয় করার পর কিরাবাণী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি নিশ্চিত এই ছবিটি অস্কার পাচ্ছে। রেডইফকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই সঙ্গীত পরিচালক জানান, 'আমি আত্মবিশ্বাসী যে আমরা অস্কার জিতব। আমার ফোনে ১,২০০ এরও বেশি মেসেজ এসেছে। অসংখ্য ইন্টারভিউ নেওয়ার অনুরোধ এসেছে, দেশ থেকেও এবং আমেরিকা থেকেও। আমি যখন দেশ থেকে ফোন বা মেসেজ পাচ্ছি এবং শুনছি যে আমি দেশকে গর্൩বিত করেছি তখন মনে হচ্ছে হ্যাঁ আমি হয়তো সত্যি কিছু করতে পেরেছি।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এসএস রাজামৌলি এবং এমএম কিরাবাণী দুজনেই নাটু নাটু গান💝টির যে হুক স্টেপ আছে সেটার অনুকরণ করার চেষ্টা করছেন।
এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর ছাড়াও আলিয়া ভাট, শ্রিয়া শরণ, রে স্টিভেনসন, অলিভিয়া মরিস, 𒁏প্রমুখকে দেখা গিয়েছে। অজয় দেবগনও ছিলেন এই ছবিতে ক্যামিও চরিত্রে। এই ছবিতে বাস্তব জীবনের দুই স্বাধীনতা সংগ্রামীর কথা তুলে ধরা হয়েছে। ছবির প্রেক্ষাপট ১৯২০ সাল। সেখানে দেখা যায় এই দুই স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য কী কী করেন।