চলতি বছরের জনপ্রিয় টুইটগুলির রাউন্ড-আপ প্রকাশ করেছে টুইটার। যেখানে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সবথেকে বেশি লাইক, রি-টুইট এবং কোট-🦋টুইট গুলির ভিত্তিতে হিস🍨েবে ধরা হয়েছে। টুইটারের তরফে সেগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
বিনোদন জগতে সবথেকে বেশি রি-টুইট করা টুইট-
ফেব্রুয়ারি মাসে অভিনেতা বিজয়ের তোলা ভক্তদের সঙ্গ🗹ে সেলফি, যেটা এবারের সর্বোচ্চ রি-টুইট করা হয়েছে (১৪৫,০০০)।
ভারতীয় বিনোদন জগতে সব থেকে বেশি লাইক করা কোটেশানে থাকা টুইট-
জুলাই মাসে অভিনেতা🅺 অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলন। সেটা বছরের সর্বাধিক লাইক করা টুইট (৪৪৩,০০০)।
তিনি আরও জানিয়েছিলেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যেন কোভিড টেস্ট করিয়ে নেন। এবং অন্যান্য সকলকে সব সতর্কতামূলক ♒ব্যবস্থা নেওয়া🅘র আর্জি জানিয়েছিলরেন।
বিশ্বজুড়ে বিনোদনের (ভারতে) ক্ষেত্রে সবথেকে বেশি কোটেড লাইক এবং রি-টুইট করা টুইট-
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা খ্যাত চ্যাডউইক বোসম্যানের মৃত্যুর খবর𝔉। চ্যাডউইক বোসম্যানের টুইটার হ্যান্ডেল থেকে তাঁর প্রয়াণের কথা জানানো হয়েছিল। সেই টুইটটি বিশ্বের পাশাপাশি ভারতীয় বিনোদন জগতেও দুঃখের খবর ছিল। এই টুইটের এনগেজমেন্ট প্র🍬চুর হয়েছিল।
টুইটারে সর্বাধিক আলোচিত সিনেমা-
১. দিল বেচারা (#DilBechara)
২.ছপাক (#Chhapaak)
৩.তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র (#TanhajiTheౠUnsungWarrior)
৪.থাপ্পড় (#Thappad)
৫. গুঞ্জন সাক্সেনা (#GunjanSaxena)
সবথেকে বেশি আলোচিত ওয়েব সিরিজ-
১. মির্জাপুর ২ (#Mirzapur2)
২. মানি হাইস্ট (#MoneyHeist)
৩. আরইয়া ( #Aarya)
সবথেকে বেশি আলোচিত টেলিভিশন শো-
১. বিগ বস (#BiggBoss)
২. নাগিন ৪ (#Naagin4)
৩. ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায় (#Yeh🍎RishtaKyaKehlataHai)