শুক্রবার সকাল সকাল অযোধ্যার রামমন্দিরে হাজির হন মেগাস্টার অমিতাভ বচ্চন। গত ২২ জান♓ুয়ারি ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে অযোধ্যার রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিগ বি। এরই সপ্তাহ খানের পর ফের একবার রামমন্দির পরিদর্শনে এলেন মেগাস্টার।
একাধিক রিপোর্ট বলছে, একটি জুয়েলারি ব্র্যান্ডের জন্য একটি নতুন শোরুম উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। এক জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার বিপণনী দূত হিসেবে উপস্থিত তিনি। এদিন সেখানে ওই সংস্থার নতুন শো রুমের উদ্বোধন করবেন বলিউড শাহেনশা। সেই প্রেক্ষিতেই অযোধ্যা তিনি। তবে কাজের অবসরে রামলালার দর্শন করলেন মেগাস্টার। আরও পড়ুন: ‘সেরা সঙ্গী…’, বিবাহবার্ষিকীতে কিয়ার🦋াকে নিয়ে বিশেষ পোস্ট, আবেগে ভাসলেন সিদ্ধার্থ
এমনকী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও হয়েছিলেন অমিতাভ বচ্চন। তারকাদের ভীড়ের মধ্যে একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গিয়েছে। আরও পড়ুন: ‘ব্ল্যাক’-এর জেদি শিশুশিল্পীর কথা মনে আছে? কোথায় আছে, কী করছেꦆ জানলে চমকে উঠবেন
রামমন্দির উদ্বোধন প্রসঙ♐্গে নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন, ‘আধ্যাত্মিক চেতনায় ভরা একটি দিন। অযোধ্যাযর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরলাম। আধ্যাত্মিকতার মহিমা উদযাপন এবং বিশ্বাস, শ্রীরামের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠায় বিভোর। এর বেশি বর্ণনা করা ಌসম্ভব নয়। কারণ মনের বিশ্বাস, চেতনাকে এভাবে ভাষায় বর্ণনা করা যায় না’। সোশাল মিডিয়াতেও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেরুয়া উত্তরীয় পরা অমিতাভের ছবি ভাইরাল হয়েছে।
উল্লেখ🐎্য, রামমন্দিরের উদ্বোধনের আগেই 'পবিত্র ভূমি' অযোধ্যাতে জমি কিনেছেন অমিতাভ। সেখানেই তৈরি হবে Big B-র নতুন বাড়ি। জানা যাচ্ছে, অমিতাভ বচ্চন অযোধ্যার সাততারা মিক্সড ইউজ এনক্লেভের একটি প্লট কিনেছেন। অর্থাৎ ওই আবাসনটি হবে সাততারা সুবিধা যুক্ত। সরযূ পাড়ে সেই বাড়ি তৈরির দায়িত্বে রয়েছে মুম্বইয়ের ডেভেলপার ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’। যদিও এইচওএবিএল-এর গোপনীয়তা রক্ষার স্বার্থে এই চুক্তির বিষয়ে বেশি কিছু জানানো হয়নি। তবে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির অন্যান্য♉ সূত্রে জানা গিয়েছে অমিতাভ বচ্চন যে প্লটে তাঁর বাড়িটি তৈরি করতে চান তার আয়তন প্রায় ১০,০০০ বর্গফুট এবং এর মূল্য ১৪.৫ কোটি টাকা।
এই প্রকল্পে তাঁর বিনিয়োগ সম্পর্কে বলতে গিয়ে বচ্চন বলেন, ‘আমি অযোধ্যায় সরযূতে অভিনন্দন লোধার বাড়ি তৈরির প্রকল্পে বিনিয়োগ করেছি। এটি এমন এক শহর যেখানে আমার হৃদয়ে পড়ে আছে, এই শহরের সঙ্গে আমার আবেগ ও আধ্যাত্মাতিক সংযোগ রয়েছে। আর অযোধ্যার কালজয়ী আধ্যাত্মিকতা, সাংস্কৃতি𝓰ক সমৃদ্ধি এবং এক মানসিক সংযোগ রয়েছে যা ভৌগোলিক সীমানা অতিক্রম করে। এই শহরে ঐতিহ্য ও আধুনিকতা নির্বিঘ্নে সহাবস্থান করে। আমি এই আধ্যাত্মিক রাজধানীতে আমার বাড়ি নির্🌺মাণের অপেক্ষায় রয়েছি।’
প্রসঙ্গত, বচ্চনদের আদি বাড়ি,অভিনেতার জন্মস্থান এলাহাবাদ (বর্তমানে প্রয়াগরাজ) থেকে অযোধ্যা ৩৩০ নম্বর জাতীয় সড়কপথ দি꧑য়ে মোট চারঘণ্টার রাস্তা।