বাংলা নিউজ > বায়োস্কোপ > Ambani's Mangal Utsav: অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবেও ঐতিহ্য-সংস্কৃতির মেলবন্ধন, রামায়ণের শ্লোকে সাজানো হল অনুষ্ঠানস্থল
বিয়ের পর্ব মিটেছে। এবার রিসেপশন পার্টি শুরুর অপেক্ষা। আম্ব🍸ানিরা অবশ্য ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংবর্ধনা অনুষ্ঠান অর্থাৎ রিসেপশনের নাম রেখেছেন 'মঙ্গল উৎসব'। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপেক্স (BKC)-এর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানস্থল একটু অন্যরকমভাবে সাজ♕িয়ে তোলা হয়েছে।
কেমন সেই সাজ?
অনুষ্ঠানস্থল সাজিয়ে তোলা হয়েছে কবিতা বা শ্লোকের আকারে লেখা রামায়ণের গল্পে। যাকে বলে কিনা 'রামায়ণের চৌপাই', যা কিনা সুর করে করে পরা হয়। বলাই বাহুল্য স্বভাবতই ෴এই বিষয়টি ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটায়। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি। ঠিক যেখানে গিয়ে সকলে পাপারৎজির ক্যামেরার জন্য পোজ দেবেন, সেখানেই রাখা হয়েছে রামায়ণের এই চৌপাই। পাশে রাখা হয়েছে ঝাড়বাতি।