লম্বা প্রাক বিবাহ অনুষ্ঠান পর্ব পেরিয়ে অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধꦗিকা মার্চেন্ট। আগামী ১২ জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে তাঁদের বিবাহ বাসর। ইতিমধ্যেই অতিথিরা এসে একে একে হাজির হয়েছে বাণিজ্যনগরীতে। তবে যে ছোট ছেলের বিয়ে উপলক্ষ্যে অতিথিদের জন্য চোখ ধাঁধানো আয়োজন করেছে আম্বানি পরিবার সেটাই নয়, করেছে স𒁏মাজসেবাও, যেমন গণ বিবাহ, ভান্ডরা খোলা ইত্যাদি। একই সঙ্গে মালিকের ছেলের বিয়ে উপলক্ষ্যে রিলায়েন্সের কর্মীদের বিশেষ উপহার পাঠানো হল।
অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ্যে রিলায়েন্সের কর্মীদের উপহার
অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষ্যে রিলায়েন্সের কর্মীদের গিফট বক্স পাঠানো হয়েছে আম্বানি পরিবা রের তরফে। আর সেই গিফট বক্সের ছবি একাধিক কর্মীরা তাঁদের সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই বক্সের সঙ্গে আবার একটা করে চিরকুট দেওয়া ছিল যেখানে লেখা রয়েছে, '༒আমাদের দেব দেবীদের আশীর্বাদে আমরা অনন্ত রাধিকার বিয়ে উদযাপন করছি। শুভেচ্ছা সহ নীতা এবং মুকেশ আম্বানি।'
সেই উপহারের বাক্সে ছিল রূপোর কয়েন, বিভিন্ন ধরনের নোনতা এবং মিষ্টি। হলদিরামের আলু ভুজিয়া, সেউ, ইত্যাদি। এই ছবিগুলো শেয়ার করেছেন রিলায়েন্স কর🌳্মীরা।
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই বিয়ে করবেন। আগামী শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসব✱ে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত 💎হবে ১৪ জুলাই।
আরও পড়ুন: হার্ট প্রতিস্থাপন করতে চাই ৫০ লাখ! বাধ্য হয়ে ক্রাউড ফানဣ্ডিং করছেন ক্রেজি ৪ ছবির পরিচালক জয়দীপ সেন
ইতিমধ্যেই তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবার পালা খালি বিয়ের। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, 🌃ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন। জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রღিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।