কানের মঞ্চে বাংলার জয়জয়কার। বঙ্গতনয়ার হাত ধরে যেন আরও একবার বিশ্ব মঞ্চে পৌঁছল বাংলা। এদিন ꦦকান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন অনসূয়া সেনগুপ্ত। ত🍎িনি দ্য শেমলেস ছবির জন্য এই সম্মান পকেটস্থ করলেন।
আরও পড়ুন: বাংলার মেয়ে হয়েও 🔥বলিউড কাঁপাচ্ছেন অদ্রিজা, একটার পর একটཧা মেগায় সুযোগ! বললেন, 'আমি ভীষণ খুশি'
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বাংলার অনসূয়া
কান চলচ্চিত্র উৎসবে দ্য শেমলেস ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অনসূয়া সেনগুপ্✨ত। তিনিই প্রথম ভারতীয় যিনি কান ⭕চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার পেলেন।
এই বিষয়ে বলে রাখা ভালো তিনি কিন্তু আদ্যোপান্ত বাঙালি। হ্যাঁ, একেবারেই তাই। তিনি কলকাতার মেয়ে। এখানেই বড় হয়েছে൲ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। ইংরেজ♎ি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কলকাতার লেক গার্ডেন্সে তাঁর বাড়ি।
কী দেখানো হয়েছে দ্য শেমলেস ছবিতে?
এই দ্য শেমলেস ছবিতে উঠে♏ এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। এদিন এই অ্যাওয়ার্ড জয়ের পর অনসূয়া তাঁর এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সমস্ত প্রান🐈্তিক গোষ্ঠীকে যাঁদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।
অন্য কোন ছবি কী পুরস্কার পেল?
এদিন তাঁর সঙ্গে জুরি প্রাইজ পেয়েছেন বরিস লজকিনের দ্য স্টোরি অব সুলেমান। কানꦕ ইউএন সার্টেন রিগার্ড প্রাইজ পেয়েছে হু গুয়ানের ব্ল্যাক ডগ ছবিটি।
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OTT থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব এবার সা🐼মলাবেন কে?