‘আন্দাজ আপনা আপনা’ ছবি নিয়ে ℱএত বছর পর চলছে তুমুল চর্চা। যদিও ১৯৯৪ সালে ছবিটি মুক্তির পর বক্স অফিসে তেমন কোনও ফল করতে পারেনি। ফলে মাত্র দু'সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় বক্স অফিসে বিশেষ কিছু দেখাতে না পারলেও টিভিতে আসার পর ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করে।
ছবি ফ্লপ হওয়ার পিছনে রয়েছে কী কারণ, কেন ছবির সিক্যুয়েল নিয়ে কেউ মাথা ঘামাননি, এক সাক্ষাত্কারে নিজেই মুখ খুলেছেন ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। ছবির পরিচালক একটি সং🌞বাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটির ফ্লপ হওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে দাবি করেছেন, সলমন খান ও আমির খান নাকি ছবির প্রচারই করেননি। যদিও এ বিষয় পালটা মুখ খুলেছেন ছবির প্রযোজকের মেয়ে। তিনি পরিচালক রাজকুমার সন্তোষীর দাবিকে অস্বীকার করেছেন।
আরও পড়ুন:🧔 'আন্দাজ আপনা আপনা'র প্রচার নাকি করেননি আমির-সলমন, এত দিনে সরব পরিচালক
সম্প্রতি, ইটামসকে দেওয়া সাক্🍌ষাৎকারে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির প্রযোজক বিনয় সিনহার মেয়ে প্রীতি সিনহা এ বিষয় বলেছেন, 'সলমন এবং আমির খান তাঁদের♐ সাধ্যের থেকে বেশি ছবির প্রচার করছেন। তখন এখনকার মতো এত ওয়েবসাইট ও চ্যানেল ছিল না। তখন বিশেষ কোনও মিডিয়া ছিল না। অনেক সাক্ষাৎকার দিয়েছেন এবং সবগুলিই খুব ভালোভাবে ছাপা হয়েছে। কিন্তু সন্তোষী কি বর্তমান সময়ে বাস করছেন? বর্তমানে বেঁচে থাকা ভালো কিন্তু পুরনো ভালো সময়গুলিকে কখনও ভুললে চলবে না।'